বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ।। ১৫ পৌষ ১৪৩২ ।। ১১ রজব ১৪৪৭

শিরোনাম :
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন যারা খালেদা জিয়ার মৃত্যুতে আনুষ্ঠানিক শোক জানালেন শায়েখে চরমোনাই ‘খালেদা জিয়ার আগে মারা যাওয়ার দাবিটি গুজব, রাতেও তিনি ডায়ালাইসিস পেয়েছেন’ ডিসেম্বরের ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩ বিলিয়ন ডলার পুলিশের ওপর হামলা মামলায় ভোলায় আ.লীগের দুই নেতা আটক খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বেফাকের কার্যক্রম বন্ধ খালেদা জিয়ার মৃত্যু: শোক বইয়ে ২৮ দেশের কূটনীতিকের স্বাক্ষর বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সিলেট জেলা জাতীয়তাবাদী ওলামা দলের শোক খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী মানুষের অধিকার আদায়ের লড়াই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : মাওলানা জুবায়ের আহমাদ

এদেশে ইসলামি গণজাগরণের অন্যতম প্রাণপুরুষ ছিলেন শায়খুল হাদিস রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, সমগ্র দেশে যখন ইসলাম ও ইসলামি আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল তখন শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন। অন্যায়ের সাথে আপোষ না করে জেল-জুলুম উপেক্ষা করে বাতিলের বিরুদ্ধে আমরণ সংগ্রাম করে গেছেন।

শায়খুল হাদিস রহ. ছিলেন এদেশে ইসলামি গণজাগরণের অন্যতম প্রাণপুরুষ। এছাড়াও দারস ও তাদরিসের দুনিয়ায়ও রাজত্ব করেছেন তিনি। বুখারি শরিফের ১ম বাংলা অনুবাদসহ বহু গ্রন্থ প্রণেতা ছিলেন। তিনি আরোও বলেন, বাতিলের কালো থাবা থেকে ইসলাম ও ইসলামি আন্দোলনকে রক্ষা করতে শায়খুল হাদিস রহ. এর চেতনা ধারণ করতে হবে। নব্য জাহিলিয়্যাতের চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্রসমাজের ভূমিকার কোন বিকল্প নেই।

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ইফতার মাহফিলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আতাউল্লাহ হুসাইনির সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ উবায়দুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক উপরোক্ত কথাগুলো বলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ হারুনুর রশীদ ভূইয়া।

ইসলামী ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মুফতি আব্দুর রহীম সাঈদ, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের সভাপতি আব্দুল্লাহ আল মাসউদ খান, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সভাপতি আব্দুর রহমান, ইসলামী ছাত্র খেলাফতের সাধারণ সম্পাদক আবুল হাশেম শাহী।

বাংলাদেশ ছাত্র মিশনের আহ্বায়ক সৈয়দ মিলন, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুল-মাল সম্পাদক মুহাম্মদ সাদিক সালীম, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাহউদ্দিন সাকি, কেন্দ্রীয় অফিস সম্পাদক মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ইমরান ফারুকী, নারায়ণগঞ্জ জেলা সভাপতি দেলাওয়ার হুসাইন, ঢাকা মহানগরের প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ