মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ।। ১৫ পৌষ ১৪৩২ ।। ১০ রজব ১৪৪৭

শিরোনাম :
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন যারা খালেদা জিয়ার মৃত্যুতে আনুষ্ঠানিক শোক জানালেন শায়েখে চরমোনাই ‘খালেদা জিয়ার আগে মারা যাওয়ার দাবিটি গুজব, রাতেও তিনি ডায়ালাইসিস পেয়েছেন’ ডিসেম্বরের ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩ বিলিয়ন ডলার পুলিশের ওপর হামলা মামলায় ভোলায় আ.লীগের দুই নেতা আটক খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বেফাকের কার্যক্রম বন্ধ খালেদা জিয়ার মৃত্যু: শোক বইয়ে ২৮ দেশের কূটনীতিকের স্বাক্ষর বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সিলেট জেলা জাতীয়তাবাদী ওলামা দলের শোক খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী মানুষের অধিকার আদায়ের লড়াই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : মাওলানা জুবায়ের আহমাদ

মোবাইল ফোন ব্যবহার নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মোস্তাফা জব্বার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সাম্প্রতিকালে মোবাইল ফোন ব্যবহার নিয়ে অনেক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এগুলো আসলে প্রযুক্তিকে ঠেকিয়ে রাখার একধরনের অপচেষ্টা।

শনিবার (১৮ মে) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মোস্তাফা জব্বার বলেন, সাম্প্রতিক কালে আমরা বিভ্রান্তি ছড়াতে দেখছি। অনেক ক্ষেত্রে বলার চেষ্টা করা হয়েছে, মোবাইল ফোন ব্যবহারে নাকি স্বাস্থ্যের ক্ষতি হয়। মোবাইল ফোনের টাওয়ারে নাকি বনজঙ্গল ধ্বংস হয়ে যাবে, পাখি নাকি ডিম ফোটাবে না। ৫-জি নিয়েও বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছাড়ানো হচ্ছে। আমি অনুরোধ করবো বিভ্রান্তি দূর করতে। এগুলো আসলে প্রযুক্তিকে ঠেকিয়ে রাখার একধরনের অপচেষ্টা।

তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, লাউয়াছড়াতে যখন টেলিটকের একটি টাওয়ার তৈরি করতে বাধা দেয়া হয়, তখন বিটিআরসির কাছে জানতে চেয়েছি, আমাকে প্রকৃতি চিত্রটা দেখান যে আসলে মানুষ বা বন্যপ্রাণী কিংবা পরিবেশের কোনও ক্ষতি হয় কিনা। আমি দেখেছি, পৃথিবীতে বিভিন্ন দেশে টাওয়ারের রেডিয়েশন মিনিমাম স্টান্ডার্ড ২ দশমিক ৭৮, আর আমাদের দেশে টাওয়ারের বিকিরণের মাত্রা দশমিক ৫-এর বেশি নয়। অথচ আমাদের ঠেকানো হয়, যাতে প্রযুক্তি প্রসার ঘটাতে না পারি। আমি আশা করি, জীববৈচিত্র, প্রাণিকুল রক্ষা করবো, কিন্তু বিভ্রান্তি যেন ছড়ানো না হয়। মানুষের ক্ষতির হওয়ার বিষয় যদি থাকতো তাহলে সারাপৃথিবীতে মোবাইল প্রযুক্তি দিকে যেতো না।

অনুষ্ঠানে ‘দ্য স্টার্ন্ডাডাইজেশন অব ফাইভ-জি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড-এর চিফ টেকনোলজি অফিসার ওয়াং শিউ জেরি। ‘প্রসপেক্টস অব আইএসপি ইন্ড্রাস্টি ইন ফাইভ-জি রিজিমি’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম।

অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তিমন্ত্রী ডাক অধিদফতরের বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের সুবর্ণজয়ন্তী-২০১৯ উদযাপন উপলক্ষে প্রকাশিত দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করা হয়। এ উপলক্ষে দশ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ড এবং একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়েছে।

বাংলাদেশ টেলিযোগাংযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি’র চেয়ারম্যান মুহা. জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতউল্লাহ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত সচিব অশোক কুমার বিশ্বাস প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ