মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


রামপুরায় পুলিশ সোর্সকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর রামপুরা এলাকায় এক পুলিশ সোর্সকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম রাসেল (২৩)। রাসেলের বাবার নাম মুহা. মোতালেব। তারা খিলগাঁও তালতলা এলাকার বাসিন্দা।

রোববার (৫ মে) রাত আড়াইটার দিকে রামপুরার জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের স্বজনরা জানান, রাতে স্বপন নামে এক ব্যক্তি ফোন দিয়ে রাসেলকে বাসার সামনে থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে ছুরি ও চাপাতি দিয়ে পিঠে, হাতে ও পাঁজরে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়।

রক্তাক্ত অবস্থায় রাত সোয়া ৩টায় রাসেলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মুহা. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর