বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে ধর্ম উপদেষ্টার ডিও লেটার

উত্তরায় এটিএম বুথে বোমাসদৃশ বস্তু উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: ঢাকার উত্তরা রাজউক কলেজের পাশের একটি এটিএম বুথ এ বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে খবর পেয়ে সেই স্থানে পৌছায় পুলিশের বোমা ডিজপোজাল ইউনিট। তারা বোমা নিস্ক্রিয়করণে কাজ শুরু করেছে।

ঘটনাস্থলে বোমা ডিস্পোজাল ইউনিট, রাস্তায় ব্যারিকেড, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এসময় উত্তরা প্রধান সড়কে ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ। যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

উত্তরা থানার ডিউটি অফিসার এসআই তাজউদ্দিন বলেন, আতঙ্কের কিছু নেই। এটি কোনো বোম ছিল না। প্রেসার মেশিনের (রক্তচাপ মাপার যন্ত্র) ঘড়ি নিয়ে এরসঙ্গে তার পেঁচিয়ে সেটিকে ওষুধের বাক্সে বসিয়ে টেপ দিয়ে লাগানো হয়েছে। দেখতে একেবারে টাইম বোমের মতন।

এ বিষয়ে পুলিশের উত্তরা জোনের সহকারী কমিশনার (ডিসি) নাবিদ কামাল বলেন, একটি ওষুধের বাক্সের মধ্যে ঘড়ির মতো টাইমার লাগানো ছিল। টাইমার দেখে বোমা সাদৃশ্য মনে হলেও বাক্সটি খুলে কিছু ওষুধ পাওয়া গেছে। কেউ রসিকতা বা আতঙ্ক ছড়াতে এ কাজটি করে থাকতে পারে। তবে এমন কাজ একেবারেই অনুচিত। বিষয়টি খতিয়ে দেখা হবে বরে তিনি জানান।

এর আগে সোমবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর গুলিস্তানে পুলিশের ওপর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই ট্রাফিক ও এক কমিউনিটি পুলিশ আহত হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ