আওয়ার ইসলাম: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমানের নির্দেশেই শপথ নিয়েছেন বিএনপির চা সংসদ সদস্য।
আজ সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রিজভী।
উল্লেখ্য, আজ বিকালে ফখরুল ইসলাম আলমঙ্গীর বাদে বিএনপি থেকে নির্বাচিত বাকি ৪ সংসদ সদস্য শপথ নেন।
নির্বাচিত শপথ নেয়া চারজনহলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুন অর রশীদ ও বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের মোশারফ হোসেন।
আরএইচ/