মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ।। ১৫ পৌষ ১৪৩২ ।। ১০ রজব ১৪৪৭


সাংবাদিক মাহফুজ উল্লাহ আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশিষ্ট সাংবাদিক ও লেখক মাহফুজ উল্লাহ মাহফুজউল্লাহ(৭০) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার(২১ এপ্রিল) দুপুরে তিনি মারা যান। এর আগে মাহফুজউল্লাহকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। সেখানেই বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ এপ্রিল মঙ্গলবার বিকাল ৪টার দিকে সাংবাদিক মাহফুজউল্লাহ ধানমণ্ডির গ্রিন রোডে নিজের বাসায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয় তিনি। পরে তাকে দ্রুত স্কয়ার হাসপাতালে নেয়া হয়।

ছাত্রজীবনে বাম রাজনীতি করা মাহফুজউল্লাহ ষাটের দশকে ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। তিনি সাংবাদিকতা ছাড়াও খণ্ডকালীন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে শিক্ষকতায় নিয়োজিত আছেন।

লেখক, সাংবাদিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও পরিবেশবিদ জনাব মাহফুজ উল্লাহ ১৯৫০ সালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ