মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ।। ১৫ পৌষ ১৪৩২ ।। ১০ রজব ১৪৪৭

শিরোনাম :
বেগম জিয়ার বর্ণাঢ্য জীবন, ১৯৪৫-১৯২৫ মহাকালের সমাপ্তি চলে গেলেন আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া শেষ মুহূর্তে ১৫ আসনে প্রার্থী বদল বিএনপির হাসনাত আব্দুল্লাহ'র সংসদীয় আসন ছেড়ে দিলেন জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম জামায়াতের সঙ্গে টানাপোড়েন, ২৭২ আসনে মনোনয়ন দাখিল করল ইসলামী আন্দোলন মনোনয়নপত্র জমার সময় বাড়ছে কিনা, জানালেন ইসি সচিব কোটিপতি জামায়াত আমির, আছে নগদ ৬০ লাখ টাকা-ডুপ্লেক্স বাড়ি দুই আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইবনে শাইখুল হাদিস কুমিল্লা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ সুনামগঞ্জ-২ আসনে ভোটের লড়াইয়ে জমিয়ত নেতা ড. মাওলানা শোয়াইব আহমদ

মাদরাসাছাত্রী রাফি হত্যার প্রতিবাদে খেলাফত মজলিসের প্রতিবাদ সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা প্রতিবাদে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, বিচারহীনতার কারণে সমাজে পাশবিকতা চরম পর্যায়ে পৌঁছেছে। পরীক্ষা কেন্দ্রের মত একটি নিরাপদ জায়গায় মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে গায়ে কেরোশিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকান্ডে স্থানীয় আওয়ামীলীগ নেতাদের ইন্ধন ও সম্পৃক্ততা রয়েছে।

এর আগে কুমিল্লায় তনু হত্যা, সাংবাদিক সাগর-রুনী হত্যার মত বহু হত্যাকান্ডের বিচার না হওয়ায় দেশে পাশবিকতা দিন দিন বেড়েই চলছে। দেশে মানুষের জান-মাল ইজ্জতের ন্যূনতম নিরাপত্তা নেই। অপহরণ, হত্যা, ধর্ষণ, নির্যাত ভয়াবহ আকার ধারণ করেছে। এ অবস্থা কোনভাবেই চলতে দেয়া যায় না। মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নুসরাত জাহান রাফির নির্মম হত্যাকান্ডে জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

ডেমরায় অপহরণ ও হত্যার শিকার ৮ বছরের শিশু মাদ্রাসা ছাত্র মনিরের হত্যাকারীদেরক সর্বোচ্চ শাস্তি দিতে হবে। রাফি ও মনির হত্যার বিচার ‘দ্রুত বিচার আইনে’ করতে হবে।

দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজীজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্মমহাসচিব যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মুস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আবদুল জলিল, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, তাওহিদুল ইসলাম তুহিন, আমীর আলী হাওলাদার, কাজী আরফুর রহমান, মুহাম্মদ সেলিম হোসাইন, এ্যাডভোকেট এস এম সানাউল্লাহ, মুহাম্মদ গিয়াস উদ্দিন, মাওলানা মাহমুদুল হাসান, কবি খালেদ সানোয়ার, আবদুর রহীম মঞ্জু প্রমুখ।

সমাবেশে নির্মমভাবে নিহত ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি, ডেমরায় অপহরণ ও হত্যার শিকার ৮ বছরের শিশু মাদ্রাসা ছাত্র মনির হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ