মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ।। ১৫ পৌষ ১৪৩২ ।। ১০ রজব ১৪৪৭

শিরোনাম :
শেষ মুহূর্তে ১৫ আসনে প্রার্থী বদল বিএনপির হাসনাত আব্দুল্লাহ'র সংসদীয় আসন ছেড়ে দিলেন জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম জামায়াতের সঙ্গে টানাপোড়েন, ২৭২ আসনে মনোনয়ন দাখিল করল ইসলামী আন্দোলন মনোনয়নপত্র জমার সময় বাড়ছে কিনা, জানালেন ইসি সচিব কোটিপতি জামায়াত আমির, আছে নগদ ৬০ লাখ টাকা-ডুপ্লেক্স বাড়ি দুই আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইবনে শাইখুল হাদিস কুমিল্লা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ সুনামগঞ্জ-২ আসনে ভোটের লড়াইয়ে জমিয়ত নেতা ড. মাওলানা শোয়াইব আহমদ সিলেট-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু ইসলামী ঐক্যজোটের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিতে গণপদত্যাগ

রোজায় খাদ্যের দাম বাড়াবেন না : নাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাদ্যের দাম না বাড়ানো এবং ভেজাল না মেশানোর জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, দয়া করে রোজার মাসে খাদ্যের দাম বাড়াবেন না। এ বছর সংযম থাকবেন। মানুষকে রোজায় শান্তিতে থাকতে দেন।

বুধবার (১০ এপ্রিল) সংসদ সচিবালয়ে কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, যারা খাদ্যে ভেজাল দেয় এবং অযথা দাম বাড়ায় তারা আগুন সন্ত্রাসী বা ঘাতক গাড়ি চালকদের চেয়েও ভয়ঙ্কর। ফেনীর ছাত্রী হত্যাচেষ্টাকারীর চেয়েও ভয়ঙ্কর। খাদ্যে ভেজাল দেয়া একটি মরণঘাতি ব্যবস্থা।

তিনি বলেন, যারা এটা করছেন, তারা ক্ষমার অযোগ্য অপরাধ করছেন। রোজায় ভারতের মতো দেশেও খাদ্যে ভেজালের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন অভিযান চলে। আমাদের দেশেও অভিযান জোরদার করা হবে। এটা যারা করছেন, তারা নিজেকে ও তার সন্তানকে হত্যার দিকে নিয়ে যান।

এ সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, পুষ্টি সমৃদ্ধ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা এ ব্যাপারে জিরো টলারেন্সে আছি।

খাদ্যে ভেজাল প্রতিরোধ ও অযৌক্তিকভাবে মূল্যবৃদ্ধি ঠেকাতে প্রয়োজনে আরো কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদ।

কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে শিগগিরই তৎপরতা শুরু হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আর এ জন্য সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তরগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করার তাগিদ দেন কমিটির সদস্যরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ