মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


'শিকড়'-এর ৭ দিনব্যাপী লেখালেখি কর্মশালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের সাহিত্য বিষয়ক সংগঠন ‘শিকড় সাহিত্য মাহফিল’-এর আয়োজনে আাগামী ১৭ এপ্রিল মঙ্গলবার থেকে ২৪ এ এপ্রিল পর্যন্ত শুরু হতে যাচ্ছে “৭ দিনব্যাপী লেখালেখি কর্মশালা ২০১৯”।

মারকাযুল বয়ান লিল আরাবিয়া জামতলা মোড়, ময়মনসিংহ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

কোর্সটিতে বাংলা বানান, ছোটগল্পের শরীর, কবিতার শরীর ও ছন্দ, আবৃত্তি উপস্থাপনা, সাক্ষাৎকার, অনুলিখন, লেখকের প্রযুক্তি জ্ঞান, লেখালেখিতে বিদেশী ভাষা, অনুবাদ সাহিত্য, লেখকের স্বাস্থ্য সচেতনতা, মুদ্রণ শিল্প, ভ্রমণ সাহিত্য, লেখালেখি কীভাবে শুরু করব? কীভাবে ভাল লেখক হব? লেখকের দাওয়া চেতনা, চিরায়ত বাংলা সাহিত্য, গণমাধ্যম : বর্তমান ও আমাদের দায় ইত্যাদি বিষয় শেখানো হবে।

৭ দিনব্যাপী লেখালেখি কর্মশালায় প্রশিক্ষণ দেবেন মাওলা শরীফ মুহাম্মাদ, ড. শামসুল হক সিদ্দিক, ড. মুফতী গোলাম রাব্বানী, ডাঃ আব্দুল বারী, প্রফেসর মুস্তাগিছ বিল্লাহ, আমীর ইবনে আহমাদ, মাহবুবুল আলম মাসুদ, আলী হাসান তৈয়ব, মাহমুদ বাবু, সাইফ সিরাজ, মাহমুূদুল হাসান জুনাইদ, মাহমুদুল হক সিদ্দিক, জাকির উসমান, ওয়ালিউল ইসলাম প্রমুখ।

কোর্সটির সমন্বয়ক হিসেবে আছেন, মুজীব রাহমান ও আব্দুল্লাহ মারুফ। যোগাযোগ- ০১৯৮৩৩২১৩০০, ০১৯২৯৮০৭৩৪৩

আরএম/


সম্পর্কিত খবর