আওয়ার ইসলাম: রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (৮ এপ্রিল) সকালে পার্কিং-২ এর পাশে বাতিলকৃত মালামালের একটি স্টোররুমে এ আগুন লাগে।
জানা গেছে, ফায়ার সার্ভিস সকাল ৮টার দিকে আগুন লাগার সংবাদ পায়। পরে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের তীব্রতা না থাকলেও ধোঁয়ার কারণে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ে।
ফায়ার সার্ভিস সদর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এমএম/