আওয়ার ইসলাম: দীর্ঘ এক মাস চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ওবায়দুল কাদের। তবে এখনই দেশে ফিরতে পারছেন না তিনি। ফলোআপের জন্য আরও দুই থেকে তিন সপ্তাহ তাকে থাকতে হচ্ছে সিঙ্গাপুরেই।
ডা. আবু নাসার রিজভী জানিয়েছেন, শারীরিকভাবে সুস্থ আছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তার রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে।
শুক্রবার সকালেই জানা গিয়েছিলো হাসপাতাল ছাড়ছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। প্রস্তুতির অংশ হিসেবে আসছিলো মেডিকেল বোর্ড প্রধান ডা. ফিলিপসহ অন্যদের সঙ্গে তোলা তার ছবি। অবশেষে বাংলাদেশ সময় বেলা সোয়া একটায় দেয়া হয় ছাড়পত্র। হাসি মুখেই মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ছাড়েন ওবায়দুল কাদের।
এর পর পরই তার শারীরিক অবস্থা নিয়ে তথ্য দেন সিঙ্গাপুরে তার সঙ্গে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডা. আবু নাসার রিজভী।
হাসপাতাল ছাড়লেও এখনই দেশে ফেরা হচ্ছে না ওবায়দুল কাদেরের। ফলোআপের জন্য সিঙ্গাপুরে থাকতে হচ্ছে আরো কিছু দিন। আর সে জন্য হাসপাতালের পাশে ভাড়া করা হয়েছে একটি বাসা।
দোসরা মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি হলে, এনজিও গ্রামের পর হৃদপিণ্ডে তিনটি ব্লক ধরা পড়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।
অবস্থা কিছুটা স্থিতিশীল হলে, ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে নেয়া হয় সিঙ্গাপুরে। সেখানে ২০ মার্চ তার বাইপাস সার্জারি করেন কার্ডিও থোরাসিক সার্জন ডা. শিভাথাসান কুমারাস্বামী।
-এএ