মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে প্রাণ গেল ইমামের চট্টগ্রামে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা

বুড়িগঙ্গায় নৌকাডুবি, ৪ জনের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মৌসুমের প্রথম কালবৈশাখীর তাণ্ডবে বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় নারী শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, সাব্বির হোসেন(১৮), তুহিন(২০), রুমি আক্তার(২০) ও তার তিনবছরের শিশু পুত্র আলী হোসেন।

পুলিশ জানায়, ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার খোলামুড় এলাকা থেকে রবিবার সন্ধ্যায় সাব্বির হোসেন (১৮) ও তুহিন (২০) সহ ৬ বন্ধু নৌকা যোগে বুড়িগঙ্গা নদী পার হয়ে কামরাঙ্গীরচর যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে। এতে নৌকা ডুবে গেলে চারজন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন সাব্বির ও তুহিন।পরে স্থানীয়রা রাত সাড়ে ৮ টায় দুইজনের মরদেহ বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করে।

অপর দিকে কেরানীগঞ্জ মডেল থানার বরিশুর এলাকায় রুমি আক্তার ও তার শিশু পুত্র আলী হোসেন কামরাঙ্গীরচর এলাকার মাদরাসাপাড়ায় যাওয়ার সময় তাদের নৌকা ঝড়ের কবলের পড়ে নিখোঁজ হন। পরে রাত ৮টার দিকে মা-ছেলের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করে। এ ব্যাপারে রুমির স্বামী জিয়াউর রহমান বাদী অপমৃত মামলা করে।

এদিকে সোমবার চার মরদেহ ময়নাতদন্তের জন্যে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মুহাম্মদ যুবায়ের জানান, এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ