মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ।। ১৫ পৌষ ১৪৩২ ।। ১০ রজব ১৪৪৭

শিরোনাম :
শেষ মুহূর্তে ১৫ আসনে প্রার্থী বদল বিএনপির হাসনাত আব্দুল্লাহ'র সংসদীয় আসন ছেড়ে দিলেন জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম জামায়াতের সঙ্গে টানাপোড়েন, ২৭২ আসনে মনোনয়ন দাখিল করল ইসলামী আন্দোলন মনোনয়নপত্র জমার সময় বাড়ছে কিনা, জানালেন ইসি সচিব কোটিপতি জামায়াত আমির, আছে নগদ ৬০ লাখ টাকা-ডুপ্লেক্স বাড়ি দুই আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইবনে শাইখুল হাদিস কুমিল্লা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ সুনামগঞ্জ-২ আসনে ভোটের লড়াইয়ে জমিয়ত নেতা ড. মাওলানা শোয়াইব আহমদ সিলেট-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু ইসলামী ঐক্যজোটের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিতে গণপদত্যাগ

দুর্নীতি মামলায় কাস্টমস কর্মকর্তা নুরুলের জামিন আবেদন নাকচ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবৈধ সম্পদ অর্জনের মামলায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য মুহাম্মদ নুরুল ইসলামের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

আসামিপক্ষে সিনিয়র আইনজীবী সৈয়দ রেজাউর রহমান জামিন শুনানি করেন। অপরদিকে দুদকের পক্ষে আইনজীবী মীর আহমেদ আলী সালাম জামিন আবেদনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নাকচের আদেশ দেন।

আদালত সূত্র জানায়, আসামি নুরুল ইসলাম একসময় মোংলা কাস্টম হাউসের কমিশনার ছিলেন। তিনি দুদকে ২০১১ সালের ২৯ আগস্ট ২৯ লাখ ৫৮ হাজার ২২০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ এবং ১ লাখ ২৫ হাজার ১৬৭ টাকার দেনার হিসাব দাখিল করেন।

কিন্তু দুদকের অনুসন্ধানে ৬৯ লাখ ৫০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ পায়। এ অভিযোগে ২০১৮ সালের ২ অক্টোবর রাজধানীর রমনা থানায় দুদকের উপপরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার পর ওই বছর ১৩ নভেম্বর হাইকোর্ট এ আসামিকে ৮ সপ্তাহের আগাম জামিন প্রদান করে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে আদেশ দেন। সে অনুযায়ী গত ৭ জানুয়ারি ওই আসামি আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। ওইদিন আদালত নথি তলব করে ১ এপ্রিল শুনানির দিন ধার্য করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ