আওয়ার ইসলাম: জিএম কাদেরকে পুনরায় জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়ার দাবি তুলেছেন জাপার প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর জাপার সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। না অন্যথায় রংপুর বিভাগের সকলকে নিয়ে একসঙ্গে পদত্যাগ করার হুঁশিয়ারি দিয়েছেন দলটির জৈষ্ঠ এই নেতা।
রোববার (৩১ মার্চ) জাতীয় ছাত্র সমাজের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।
মেয়র মোস্তফা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ আর্দশের সংগঠন জাতীয় ছাত্র সমাজ গঠন করে ছিল। যা শিক্ষার্থীদের দাবি আদায়ে সামনের কাতারে ভূমিকা রাখছে। তারা অস্ত্র নয় কলম যুদ্ধে এগিয়ে যাবে দেশ ও জাতির জন্য। ছাত্র সমাজের নেতাকর্মীরা কখনোই টেন্ডারবাজি, চাঁদাবজি করে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রংপুর জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও জেলার যুগ্ন সাধারণ সম্পাদক সাফিয়ার রহমান সাফি, মহানগর জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক লোকমান হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল আমিন খবির, যুগ্ন সাধারণ সম্পাদক হাসানুজ্জামান নাজিম, আমিনুল ইসলাম, রংপুর মহানগরীর ৩৩টি ওয়ার্ডের সভাপতি, সম্পাদক ও রংপুর কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজসহ বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ।
আরএম/