আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার খিলগাঁওয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।
সোমবার (১ এপ্রিল) বিকেল ৫টার দিকে বনশ্রী-ডেমরা লিংক রোডের বাগানবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বনশ্রী-ডেমরা লিংক রোডের বাগানবাড়ী এলাকায় বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যান অজ্ঞাতপরিচয় ওই শিশুকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে। পিকআপ চাকল পালিয়ে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি।
-এএ