আওয়ার ইসলাম : রাজধানীর হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজায় আগুন লাগার খবর নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে সেখানে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে নিজেরাই আগুন নিভিয়ে ফেলেছেন।
তবে কেউ কেউ বলছেন সেখানে কোন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। ওই ভবনে ভুলবশত পরিচ্ছন্নতাকর্মীর হাতের চাপে ইমারজেন্সি বেল বাজতে থাকে। এতে ভয় পেয়ে অনেকে ভবন থেকে রাস্তায় নেমে আসে।
আর এসময় উৎসুক জনতা ফায়ার সার্ভিসকে জানালে, সঙ্গে সঙ্গে ফায়ার এর দুইটা ইউনিট আসে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
আরএম/