আওয়ার ইসলাম: উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটেছে।
রবিবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে ওই কেন্দ্রের মাঠে এ ঘটনা ঘটে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
জানা যঅয, ভোটাররা কেন্দ্রে ভোট দিতে এসে বিকট শব্দ পেয়ে ভয়ে বিভিন্ন দিকে ছুটতে থাকে। তবে ককটেল বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির বলেন, আমরা ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। এ ঘটনায় কেউ আহত হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার ছয় উপজেলায় (সদর, সরাইল, আখাউড়া, নাসিরনগর, নবীনগর ও আশুগঞ্জ) রবিবার ভোটগ্রহণ চলছে। ছয় উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১৩ লাখ ৪২ হাজার ৫১৩ জন।
আরআর