আওয়ার ইসলাম: বনানীতে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশ এফআর টাওয়ারের জমির মালিক এসএমএইচআই ফারুককে (৬৫) আটক করেছে ।
শনিবার দিবাগত রাতে তাঁকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা আটক করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি গোলাম সাকলাইন সংবাদমাধ্যমকে জানান, শনিবার রাত দেড়টার দিকে ফারুককে আটক করা হয়।
এর আগে একই অভিযোগে এফআর টাওয়ারের বর্ধিত অংশের মালিক তাসভির উল ইসলামকে শনিবার রাত পৌনে ১১টার দিকে বারিধারার বাসা থেকে তাসভিরকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) সাজাহান সাজু বলেন, এফআর টাওয়ারে আগুনের হতাহতের ঘটনায় বনানী থানায় মামলা হয়েছে। এ মামলায় তাসভির উল ইসলামকে আটক করা হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে বনানীর এফআর টাওয়ারে আগুন লাগে। এখন পর্যন্ত বনানীর আগুনের ঘটনায় নিহত হয়েছেন ২৬ জন। আরও বহু লোক গুরুতর আহত হয়ে এখন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরএইচ/