আওয়ার ইসলাম: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে পটুয়াখালীর সদর উপজেলার সকল ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে বাকি ছয় উপজেলায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
রোববার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সাত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এরমধ্যে অবশ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদর উপজেলায় ১ জন নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সাত উপজেলায় ৪৫৩ ভোটকেন্দ্রে ১১ লাখ ১৫ হাজার ১৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম, সংশ্লিষ্টরা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়বে।
আরএইচ/