মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ।। ১৫ পৌষ ১৪৩২ ।। ১০ রজব ১৪৪৭

শিরোনাম :
শেষ মুহূর্তে ১৫ আসনে প্রার্থী বদল বিএনপির হাসনাত আব্দুল্লাহ'র সংসদীয় আসন ছেড়ে দিলেন জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম জামায়াতের সঙ্গে টানাপোড়েন, ২৭২ আসনে মনোনয়ন দাখিল করল ইসলামী আন্দোলন মনোনয়নপত্র জমার সময় বাড়ছে কিনা, জানালেন ইসি সচিব কোটিপতি জামায়াত আমির, আছে নগদ ৬০ লাখ টাকা-ডুপ্লেক্স বাড়ি দুই আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইবনে শাইখুল হাদিস কুমিল্লা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ সুনামগঞ্জ-২ আসনে ভোটের লড়াইয়ে জমিয়ত নেতা ড. মাওলানা শোয়াইব আহমদ সিলেট-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু ইসলামী ঐক্যজোটের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিতে গণপদত্যাগ

এফআর টাওয়ারে শর্টসার্কিটে আগুনের সূত্রপাত: তদন্ত কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যদের ধারণা মতে রাজধানীর বনানীর এফআর টাওয়ারের ভবনটিতে অষ্টমতলার বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার সময় ভবনে কোনো ধরনের ফায়ার এলার্ম বাজেনি এবং কখনও কোনো অগ্নি সুরক্ষার মহড়া হয়নি বলে তদন্ত কমিটির প্রাথমিক ধারণা।

রোববার দুপুরে বনানীর ফারুক রূপায়ন (এফআর) টাওয়ারের পাশে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমের পাশে গণশুনানির শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব ফায়জুর রহমান।

রোববার সকাল ১০ টা থেকে শুরু দুপুর ১২টা পর্যন্ত ক্ষতিগ্রস্ত ভবনে আগুনের ২৪ জন প্রত্যক্ষদর্শীর গণশুনানির মাধ্যমে সাক্ষ্য নেওয়া হয়। তাদের বক্তব্য পর্যালোচনা করে প্রাথমিকভাবে ৮ম তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করছে তদন্ত কমিটির সদস্যরা।

এই কমিটি ২৪ জন প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে চিকিৎসাধীন আহতদের যাবতীয় সাক্ষ্য প্রমানের ভিত্তিতে পর্যালোচনা করে আগামী ৩ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা দিবে।

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব ফায়জুর রহমান বলেন, গণশুনানির মূল উদ্দেশ্য হলো আগুনের সূত্রপাত সম্পর্কে জানা, এবং ভবিষ্যতে এ ধরণে ঘটনা ঘটলে যাতে আমরা উত্তোরণ করতে পারি- সে বিষয়ে সুপারিশ দেওয়ার জন্য এই শুনানির আয়োজন করা হয়েছে।

গত ২৯ মার্চ থেকে আমাদের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত কাজে গণশুনানির সাক্ষ্য গ্রহণ একটি অংশ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফায়জুর রহমান বলেন, সাধারণত এ ধরণের বহুতল ভবনে যে ধরনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকার দরকার তা ছিল না। অগুন লাগার সময় ভবনে কোনো ধরণের ফায়ার এলার্ম বাজেনি, এবং কখনও কোনো আগ্নি সুরক্ষার মহড়া হয়নি।

তিনি আরও বলেন, ভবনের ফায়ার এক্সিট ওয়ে খুবই সরু, অনেকগুলো ফ্লোরে এক্সিট ডোর সিল করে বন্ধ করা ছিল। তাছাড়া এক্সিট ডোরের কোনো দিক নির্দেশক চিহ্ন ছিল না। এ কারণে আগুনের ঘটনায় তারা ওই ডোরটি ব্যবহার করতে পারেনি।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ