আওয়ার ইসলাম: ঢাকার মগবাজারের মধুবাগে পাঁচ তলা একটি বাসার তৃতীয় তলায় আগুন লেগেছে।
শনিবার (৩০ মার্চ) রাত ৮টার পর মিনিটে মধুবাগের আমতলা এলাকার ২৭৭/এ নম্বর বাসায় আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়।
তেজগাঁও ফায়ার স্টেশনের টেলিফোন ওপারেটর ফায়ারম্যান মুহাম্মদ রবিন বলেন, আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট ছুটে যায়। কিন্তু আমাদের লোক পৌঁছানোর আগেই বাড়ির মানুষজন আগুন নিভিয়ে ফেলে। শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
-এএ