আওয়ার ইসলাম: রাজধানীর ধানমণ্ডিতে একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
শনিবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ধানমণ্ডির ১১/এ নম্বর সড়কের ৬৩ নম্বর বাসায় আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
মোহাম্মদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টেলিফোন অপারেটর ফায়ারম্যান মো. রোমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গেছে। আধাঘণ্টার মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মুহা. মাহফুজ জানান, কি কারণে আগুন লেগেছে সেটি এখনও জানা যায়নি। বাসার সামান্য কিছু আসবাবপত্র পুড়ে গেছে।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল লতিফ গণমাধ্যমকে জানান, ১১/এ সড়কের ৬৬ নম্বর বাসায় আমরা আগুন লাগার খবর পেয়েছি।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
আইএ