মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ১০ রজব ১৪৪৭

শিরোনাম :
শেষ মুহূর্তে ১৫ আসনে প্রার্থী বদল বিএনপির হাসনাত আব্দুল্লাহ'র সংসদীয় আসন ছেড়ে দিলেন জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম জামায়াতের সঙ্গে টানাপোড়েন, ২৭২ আসনে মনোনয়ন দাখিল করল ইসলামী আন্দোলন মনোনয়নপত্র জমার সময় বাড়ছে কিনা, জানালেন ইসি সচিব কোটিপতি জামায়াত আমির, আছে নগদ ৬০ লাখ টাকা-ডুপ্লেক্স বাড়ি দুই আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইবনে শাইখুল হাদিস কুমিল্লা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ সুনামগঞ্জ-২ আসনে ভোটের লড়াইয়ে জমিয়ত নেতা ড. মাওলানা শোয়াইব আহমদ সিলেট-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু ইসলামী ঐক্যজোটের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিতে গণপদত্যাগ

ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি; স্থান পেলেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ ৩০ মার্চ, শনিবার, ইসলামী যুব আন্দোলনের ২০১৯-২১ সেশনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যদের শপথগ্রহণ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুবসমাজের নৈতিক উন্নায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার গুরু দায়িত্ব ইসলামী যুব আন্দোলনের দায়িত্বশীলদের নিতে হবে। নৈতিকতার প্রশ্নে দেশ এখন ধ্বংসের দ্বার প্রান্তে তাই যুবসমাজকে বাঁচাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আব্দুল কাদের, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় সদস্য মাওলানা মু.খলিলুর রহমান।

অনুষ্ঠানে দায়িত্বশীলগণ কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন। এরপরে তাদেরকে নিম্মোক্ত বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়।

সভাপতি : কে এম আতিকুর রহমান, সহ-সভাপতি : ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম।

সেক্রেটারী জেনারেল : মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী জেনারেল : মুহাম্মাদ বশিরুল্লাহ।

সাংগঠনিক সম্পাদক : আতিকুর রহমান মুজাহিদ, অর্থ সম্পাদক : এ আর খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক : প্রকৌশলী শেখ মুহাম্মাদ মারুফ।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : মাওলানা নুরুল ইসলাম আল-আমিন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক : মুফতি হোসাইন মু. কাওছার বাঙ্গালী, যুব কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক : মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব।

প্রকাশনা সম্পাদক : এস এম আজিজুল হক, দফতর সম্পাদক : মুহাম্মাদ মাহবুব আলম,
মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক : মাওলানা সিরাজুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক : মুফতি আব্দুর রহমান গিলমান।

শিল্প ও বাণিজ্য সম্পাদক : মুফতি শেখ মুহাম্মাদ নূর-উন-নাবী, দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক: আ হ ম আলাউদ্দিন, প্রচার সম্পাদক : মুহাম্মাদ ইলিয়াস হাসান, সমাজ কল্যাণ সম্পাদক : হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।

সংখ্যালঘু বিষয়ক সম্পাদক : মুহাম্মাদ ইউনুস তালুকদার, মানবাধিকার বিষয়ক সম্পাদক : মুহাম্মাদ আল-আমিন খান, সাংগঠনিক সম্পাদক (প্রবাসী বিষয়ক) : মুহাম্মাদ ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ): মুফতি মানসুর আহমাদ সাকী।

সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) : মাওলানা মুহাম্মাদ মোরশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) : মাওলানা এমদাদুল্লাহ ফাহাদ, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) : প্রকৌশলী এহতেশামুল হক, সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) : নোমান আহমাদ।

সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ): মুহাম্মাদ ওয়ায়েস করনী, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) : হাফেজ মাওলানা নাসির উদ্দিন নাইস, সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) : মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) : মুহাম্মাদ শিহাব উদ্দিন।

সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) : হাফেজ মাওলানা আব্দুল মোমিন, উপ সম্পাদক : মুহাম্মাদ আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আল আমীন খলিফা, মল্লিক ইশতিয়াক আল আমিন, মাওলানা শরীফুল ইসলাম।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ