আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে বনানীতে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মহানগর সভাপতি মাওলানা এনামুল হক মূসার সভাপতিত্বে প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতী শরাফত হোসাইন, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, মহানগর সহ সভাপতি মাওলানা নূর মোহাম্মদ আজিজী, মাওলানা আবু ইউসুফ নাসির প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব বলেন, একের পর এক অগ্নি কান্ডের ঘটনা ঘটছে। দেশে এখন অস্থিরতা বিরাজ করছে। মানুষ আগুনের লেলিহান অগ্নিকান্ডের ঘটনায় স্তব্ধ। অসহায় স্বজনদের আর্ত্মচিৎকারে দেশে শোকের ছায়া নেমে আসছে। আল্লাহ আমাদের সবাইকে এসব গজব থেকে হেফাজত করুন। ধৈর্য ধারণের পাশাপাশি অসহায় পরিবারগুলোর খোঁজ খবর নিয়ে তাদের সহায়তা করতে হবে।
এসব আগুনে পুড়ে বহু পরিবারের একমাত্র কর্মক্ষম মানুষটির মৃত্যু হয়েছে। ফলে তার পরিবার সম্পূর্ণ অসহায়। সরকারকেই অবশ্যই যথাযথ অনুদান প্রদান করতে হবে।
অনুষ্ঠান শেষে বনানীতে অগ্নিকান্ডে নিহতদের মাগফিরাত কামনায় এবং দৈনিক ইনকিলাবের সিনিয়র স্টাফ রিপোর্টার মুহাম্মদ আব্দুর রহীম সুস্থতার জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ মুহাম্মদ আব্দুর রহীমকে দেখতে ধানমন্ডি সেন্ট্রাল হাসপাতালে যান। এসময় নেতৃবৃন্দ তার চিকিৎসার খোঁজ খবর নেন।
আরআর