আওয়ার ইসলাম: গত ২৬ মার্চ'১৯ মহান স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদ্ভূত সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহবান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই।
আজ ২৯ মার্চ'১৯ইং শুক্রবার বাদ জুমআ এক বিবৃতিতে মুফতী ফয়জুল করীম বলেন, স্বাধীনতা দিবস উদযানের জন্য বরাদ্ধকৃত টাকা খরচ করে ভিসি সাহেব শিক্ষার্থীদের বঞ্চিত করে চা চক্র করবেন, আর এ নিয়ে ছাত্ররা প্রতিবাদ করলে তাদেরকে বলা হবে ‘রাজাকারের বাচ্চা’ এটা মেনে নেয়া যায় না।
তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া যৌক্তিক ছিল। ভিসি সাহেব ওদের উস্কে দিয়েছে, যা মোটেও উচিৎ হয়নি। তার এহেন বক্তব্য প্রকাশ্যে ফিরিয়ে নেয়া উচিৎ। তার বুঝা উচিৎ ছিল এটা বরিশাল, আর বরিশালের ছেলেরা শতাব্দীকাল ধরেই প্রতিবাদী এবং সংগ্রামী হিসেবে খ্যাত।
শায়েখে চরমোনাই ববি ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখাকে মাঠে থাকার নির্দেশ দেন।
আরআর