আওয়ার ইসলাম: ঢাকার বনানীতে এফআর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে এসেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সদস্যরা।
আজ দুপুর ১২টার দিকে দুঘর্টনাস্থলে আসেন এ কমিটির ৮ সদস্য।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়জুর রহমান এ কমিটির প্রধান। তার নেতৃত্বে সদস্যরা ভবনের ভেতরে যান এবং সবকিছু সরেজমিন করেন।
পরে এই কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিনিধি ফয়সাল হোসেন বলেন, আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটন করতে আমরা এসেছি। সবকিছু দেখলাম।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে বনানীর ২১তলা এফআর টাওয়ারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে এখন পর্যন্ত ২৫ জন নিহত হন এবং রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৭৬ জন ভর্তি আছেন।
পরে এ ঘটনায় এক অতিরিক্ত সচিবের নেতৃত্বে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে ৬ সদস্যের, রাজউকের পক্ষ থেকে ৩ সদস্য, আইইবিএর পক্ষ থেকে ৮ সদস্য, ফায়ার সার্ভিস ৫ সদস্য ও দুর্যোগ ব্যবস্থপনা মন্ত্রণায় থেকে ৮ সদস্যের পৃথক পাঁচটি কমিটি গঠন করা হয়েছে।
-এএ