আওয়ার ইসলাম: রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারে আগুনের ভয়াবহ থেকে জীবন বাঁচাতে ভবন থেকে লাফিয়ে পড়ছে আটকা পড়া মানুষ।
ভয়াবহ আগুন ও ধোঁয়ায় ভবনের ভেতরে আটকে পড়া মানুষেরা বাঁচার আকুতি জানাচ্ছেন।
রাজধানীর বনানীতে এফআর টাওয়ার নামের একটি বহুতল ভবনের আগুন পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ১৮টি ইউনিট। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।
আগুন থেকে বাঁচতে মানুষকে লাফিয়ে পড়তে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুন বেড়ে চলছে। আশপাশের ভবনেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ফোন করা হলে সেখান থেকে বলা হয়েছে, কীভাবে আগুন লেগেছে, তা জানা যায়নি। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
https://www.facebook.com/aamraibd71/videos/279246869659965/
আরএম/