আওয়ার ইসলাম: বাসচাপায় আবরার নিহতের ঘটনার মামলায় সুপ্রভাত বাসের কন্ডাক্টর ও চালকের সহকারীকে সাতদিনের রিমান্ডে দিয়েছেন সিএমএম আদালত।
আজ ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী ওই দুই আসামির সাতদিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।
আসামিরা হলেন- সুপ্রভাত বাসের কন্ডাক্টর মুহাম্মদ ইয়াছিন আরাফাত ও হেলপার মুহাাম্মদ ইব্রাহীম হোসেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী শরীফুল ইসলাম ঘটনার রহস্য উদঘাটন ও বাস মালিককে গ্রেফতারের লক্ষ্যে আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে আসামি পক্ষের কোন আইনজীবী ছিল না।
মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাতে চাঁদপুরের শাহরাস্তির একটি ইটভাটায় অভিযান চালিয়ে আবরারকে চাপা দেয়ার সময় চালকের আসনে থাকা হেলপার ইয়াছিন আরাফাতকে গ্রেফতার করা হয়।
পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আজ সকালে ঢাকার মধ্যবাড্ডা থেকে হেলপার ইব্রাহিমকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ১৯ মার্চ (মঙ্গলবার) সকাল ৭টার দিকে ঢাকার প্রগতি সরণিতে সুপ্রভাত পরিবহনের একটি বাসেরচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ছাত্র আবরার আহমেদ চৌধুরীর মৃত্যু হয়।