আওয়ার ইসলাম: লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বুধবার (২৭ মার্চ) আইনমন্ত্রীর গুলশানের দপ্তরে যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ক্যাটরটন ডিকসনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, তারেক রহমানের ইস্যুটা হাইকমিশনারের কাছে তুলেছি। বাংলাদেশের আইনে দণ্ডিত তারেক রহমানকে ফেরত চাওয়ার বিষয়ে বলেছি, বাংলাদেশের দণ্ডিত কোনো আসামি যদি বিদেশে রাজনৈতিক আশ্রয়ের কারণে শাস্তি না পায়, তাহলে আসামিরা পার পেয়ে যাবে।
বাংলাদেশের আদালত তারেক রহমানকে শাস্তি দিয়েছে, তার একমাত্র জায়গা হচ্ছে কারাগার।
আইনমন্ত্রী বলেন, হাইকমিশনার আমাকে আশ্বস্থ করে বলেছেন, তিনি তার সরকারের সাথে এ বিষয়ে আলোচনা করবেন। যেহেতু আইনগত বিষয়, তাই অনেক দীর্ঘ সময় লাগতে পারে।
-এএ