মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ১০ রজব ১৪৪৭

শিরোনাম :
শেষ মুহূর্তে ১৫ আসনে প্রার্থী বদল বিএনপির হাসনাত আব্দুল্লাহ'র সংসদীয় আসন ছেড়ে দিলেন জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম জামায়াতের সঙ্গে টানাপোড়েন, ২৭২ আসনে মনোনয়ন দাখিল করল ইসলামী আন্দোলন মনোনয়নপত্র জমার সময় বাড়ছে কিনা, জানালেন ইসি সচিব কোটিপতি জামায়াত আমির, আছে নগদ ৬০ লাখ টাকা-ডুপ্লেক্স বাড়ি দুই আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইবনে শাইখুল হাদিস কুমিল্লা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ সুনামগঞ্জ-২ আসনে ভোটের লড়াইয়ে জমিয়ত নেতা ড. মাওলানা শোয়াইব আহমদ সিলেট-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু ইসলামী ঐক্যজোটের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিতে গণপদত্যাগ

‘কাদিয়ানিদের বিষয়ে সরকারকে ওলামায়ে কেরামের দাবি মানতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবীতে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত-এর উদ্যোগে রাজধানীর খিলগাঁও  উচ্চবিদ্যালয় মাঠে চলছে খতমে নবুওয়ত মহাসম্মেলন।

আজ (২৭ মার্চ) দুপুর ২টার পর এ সম্মেলন শুরু হয়।  চলবে রাত পর্যন্ত।

সম্মেলনের আয়োজক আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত-এর সেক্রেটারি মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নুমানিসহ উপস্থিত রয়েছেন দেশের শীর্ষ উলামায়ে কেরাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী বলেন, বাংলাদেশের সকল উলামায়ে কেরাম কাদিয়ানিদের বিষয়ে ঐক্যমত হয়ে তাদের অমুসলিম ঘোষণা করেছে। সুতরাং সরকারকে এ বিষয়টি মেনে নেয়া উচিত, যেমনি ভাবে উলামায়ে কেরামের দাবিতে কওমি মাদরাসার স্বীকৃতির দাবি মেনে নিয়েছেন।

তিনি বলেন, তারা যেহেতু ইসলামের সর্বশেষ নবীকে মানে না তাই মুসলিম হিসেবে তারা বাংলাদেশে থাকার অধিকার রাখে না। তারা কাদিয়ানি সম্প্রদায় হিসেবে থাকতে পারে তাতে কোনো আপত্তি নেই।

জামিয়া রাহমানিয়া মুহাম্মদপুর ঢাকার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মামুনুল হক বলেন, আজ উলামায়ে কেরাম এক মঞ্চে একত্রিত হয়েছেন কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার জন্য। কারণ তারা ইসলামের নামে মানুষকে ধোকা দিচ্ছে। মানুষকে প্রতরণায় ফেলে ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে।

তিনি যুক্তি দিয়ে বলেন, একটা সাধারণ বিস্কুট বা চানাচুরের কোম্পানি যদি তাদের পণ্যে নাবিস্কোর সিল দিয়ে বাজারজাত করে তাহলে তার বিরুদ্ধে প্রতারণার মামলা হয়, আদালতে তার বিচার হয়, তাহলে মুসলিমদের প্রধান বস্তু ঈমান নিয়ে যারা প্রতারণা করছে তাদের বিরুদ্ধে কেন আইন হবে না। তারা কেন বিচারের আওয়াত আসবেন না।

অনুষ্ঠানে আরও বক্তব্য দিবেন দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সহযোগী মহাপরিচালক আল্লামা জুনাইদ বাবুনগরী, মালিবাগ জামিয়ার মুহতামিম আল্লামা আশরাফ আলী, বারিধারা জামিয়ার মহাপরিচালক আল্লামা নুর হুসাইন কাসেমী, যাত্রাবাড়ী মাদরাসার মুহাতিমম ও মজলিসে দাওয়াতুল হকের আমির আল্লামা মাহমুদুল হাসান, জামিয়া নুরিয়ার কামরাঙ্গিচরের মুহতামিম মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জী, জামিয়া কিশোরগঞ্জের মুহতামিম মাওলানা আজহার আলী আনোয়ার শাহ, ফরিদাবাদ জামিয়ার মুহাতিমম ও বেফাকের মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, জামিয়া রাহমানিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক, আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, হেফাজতের ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ