আওয়ার ইসলাম: পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ড শুরুর ভিডিও ফুটেজ পুলিশকে দেয়ায় রাজমহল হোটেলের মালিককে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে ওয়াহেদ ম্যানশনের মালিক মুহাম্মদ হাসানের বিরুদ্ধে।
এ ঘটনায় চকবাজার থানায় একটি জিডি দায়ের করা হয়েছে। জিডি নম্বর ১১৬৬।
আজ সকালে জিডি দায়েরকারী মোহাম্মদ আজম গনমাধ্যমকে এ তথ্য নিশ্চত করে বলেন, আমাকে গত ২০ মার্চ রাত সাড়ে ১১টার দিকে ওয়াহেদ ম্যানশনের মালিক হাসান ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। আমাকে দেখে নেবেন, খেয়ে ফেলবেন- এ ধরনের আরও অনেক কথা বলেছেন। তারপর পরিবারের সঙ্গে কথা বলে ২৫ মার্চ চকবাজার থানায় একটি জিডি করেছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
আজম বলেন, আমি কাউকে কোনও ভিডিও ফুটেজ দেইনি। ঘটনার পর পুলিশ সব নিয়ে গেছে। তারপরও আমাকে হাসান দায়ী করছেন। তিনি এলাকার অনেককেই ফোন করে গালিগালাজ করছেন। আমি উপায় না পেয়ে জিডি করেছি।
তবে চকবাজার থানার ওসি শামীমুর রশিদ তালুকদার জানান, তিনি অন্য একটি কাজে ব্যস্ত রয়েছেন, তাই তিনি এ বিষয়ে কিছু জানেন না।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আশপাশের পাঁচটি ভবনে আগুন ধরে যায়। এ ঘটনায় নারী ও শিশুসহ ৭০ জন প্রাণ হারায়।
এ ঘটনার পরে ওয়াহেদ ম্যানশনের পাশে থাকা রাজমহল হোটেলের সিসি ক্যামরায় ধারণ করা ভিডিও ফুটেজ পুলিশ নিয়ে যায়। ভিডিও ফুটেজে দেখা গেছে, ওয়াহেদ ম্যানশনের দ্বিতীয় তলায় বিস্ফোরণ হয়েছে।
-এএ