মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ১০ রজব ১৪৪৭

শিরোনাম :
শেষ মুহূর্তে ১৫ আসনে প্রার্থী বদল বিএনপির হাসনাত আব্দুল্লাহ'র সংসদীয় আসন ছেড়ে দিলেন জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম জামায়াতের সঙ্গে টানাপোড়েন, ২৭২ আসনে মনোনয়ন দাখিল করল ইসলামী আন্দোলন মনোনয়নপত্র জমার সময় বাড়ছে কিনা, জানালেন ইসি সচিব কোটিপতি জামায়াত আমির, আছে নগদ ৬০ লাখ টাকা-ডুপ্লেক্স বাড়ি দুই আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইবনে শাইখুল হাদিস কুমিল্লা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ সুনামগঞ্জ-২ আসনে ভোটের লড়াইয়ে জমিয়ত নেতা ড. মাওলানা শোয়াইব আহমদ সিলেট-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু ইসলামী ঐক্যজোটের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিতে গণপদত্যাগ

রোহিঙ্গা ক্যাম্পে বাসমাহ ফাউন্ডেশনের ‘চিলড্রেন কেয়ার ও মেডিকেল ক্যাম্প-৩’ উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ

সমাজসেবী সংস্থা বাসমাহ ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় কক্সবাজারের হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে তৃতীয় ‘চিলড্রেন কেয়ার সেন্টার ও মেডিকেল ক্যাম্প’ উদ্বোধন করা হয়েছে।

২৬ মার্চ ক্যাম্প উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বাসমাহ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আমেরিকা প্রবাসী মীর সাখাওয়াত হুসাইন।

ক্যাম্প উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার শ্রমিক লিগের সভাপতি জহিরুল হক শিকদার, বাসমাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান, তেজগাঁও কলেজের ভাইস প্রিন্সিপ্যাল মীর মুহাম্মদ দেলোয়ার হুসাইন, বিশিষ্ট সমাজসেবক মাওলানা গাজি ইয়াকুব, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজী সানাউল্লাহ, মাওলানা মুফতি মনোয়ার হুসাইন, বাসমাহ ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান মীর মোজাম্মেল হুসাইন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা সাকিব মুস্তানসির, ট্রেজারার মীর কবির হুসাইনসহ বাসমাহ ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী ও কলাকুশলীগণ।

চিলড্রেন কেয়ার সেন্টার ও মেডিকেল ক্যাম্প ৩ এর উদ্বোধনী বক্তব্যে মীর সাখাওয়াত হুসাইন মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, গৃহহারা রোহিঙ্গাদের বাংলাদেশে ঠাঁই দিয়ে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন পৃথিবীর ইতিহাসে তা বিরল।

এসময় তিনি হিজরতের কথা স্মরণ করেন এবং জনসেবায় সকলকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।

রোহিঙ্গা ভাইদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, তারা যেন সকল কাজে সর্বোচ্চ সহযোগিতা করে। বাচ্চাদের কেয়ার সেন্টারে পাঠিয়ে শিক্ষা গ্রহণের সুযোগ দেয়।

মেডিকেল ক্যাম্প ও চিল্ড্রেন কেয়ার সেন্টারের পাশাপাশি মসজিদ ও একটি নলকূপ স্থাপনের কাজ দ্রুততম সময়ে শেষ করার জন্য কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করেন।

কক্সবাজার শ্রমিক লিগের সভাপতি জহিরুল হক শিকদার তার বক্তব্যে জনসেবায় বাসমাহর কার্যক্রমকে স্বাগত জানান এবং সকল প্রয়োজনে বাসমাহর পাশে থাকার অঙ্গীকার করেন।

বাসমাহর সকল কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সরকারী ও জাতিসংঘের রিফিউজি নীতিমালার যথাযথ অনুস্মরণের কথা স্মরণ করিয়ে দেন তিনি।

সবশেষে বাসমাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর বক্তব্য ও দোয়ার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়।

উল্লেখ্য, চিন্ড্রেন কেয়ার সেন্টার ও মেডিকেল ক্যাম্প ১ ও ২ ইতোমধ্যে সফলতার সাথে পরিচালিত হয়ে আসছে। এর আগে কক্সবাজারে হোটেল ওশান প্যালেসে বাসমাহ ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী কর্মী প্রশিক্ষণশালা অনুষ্ঠিত হয়।

বাসমাহ ফাউন্ডেশন একটি অলাভজনক ও অরাজনৈতিক এনজিও ব্যুরো নিবন্ধনভুক্ত বেসরকারি সংস্থা যা বাসমাহ ইউ এস এ এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়। বাসমাহ ফাউন্ডেশন দেশের প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠির জন্য কাজ করে যাচ্ছে। বিশেষ করে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, শিশুদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে আসছে।

বাসমাহ ফাউন্ডেশন রোহিঙ্গা ক্যাম্পে কার্যক্রম পরিচালনার পাশাপাশি দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠির জীবনমান উন্নতকরণ, দুস্থ নারীদের প্রশিক্ষণের মাধ্যমে সাবলম্বী, শিশুস্বাস্থ্য ও শিক্ষা ইত্যাদি বাস্তবায়ন করার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে- সেলাই মেশিন প্রশিক্ষণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, শিশু শিক্ষা, ত্রাণ বিতরণ, কোরবানি, রমজানে ইফতারসহ বেশ কিছু উন্নয়নমূলক কর্মসূচি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ