মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ১০ রজব ১৪৪৭

শিরোনাম :
শেষ মুহূর্তে ১৫ আসনে প্রার্থী বদল বিএনপির হাসনাত আব্দুল্লাহ'র সংসদীয় আসন ছেড়ে দিলেন জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম জামায়াতের সঙ্গে টানাপোড়েন, ২৭২ আসনে মনোনয়ন দাখিল করল ইসলামী আন্দোলন মনোনয়নপত্র জমার সময় বাড়ছে কিনা, জানালেন ইসি সচিব কোটিপতি জামায়াত আমির, আছে নগদ ৬০ লাখ টাকা-ডুপ্লেক্স বাড়ি দুই আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইবনে শাইখুল হাদিস কুমিল্লা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ সুনামগঞ্জ-২ আসনে ভোটের লড়াইয়ে জমিয়ত নেতা ড. মাওলানা শোয়াইব আহমদ সিলেট-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু ইসলামী ঐক্যজোটের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিতে গণপদত্যাগ

ভানুয়াতুতে আটকে আছে ১০১ বাঙালি অভিবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্ট্রেলিয়ায় চাকরি দেবার নামে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া বেশ কিছু শ্রমিক আটকা পড়ে আছেন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে৷ স্বচ্ছল জীবনের আশায় সর্বস্ব ত্যাগ করে যাত্রা করা শ্রমিকরা বন্দি দশা থেকে মুক্তির অপেক্ষায়৷

ডয়চে ভেলে বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানিয়েছে, গত দুই বছরে ১০১ জন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী পাচারকারীদের হাতে প্রতারিত হয়ে অস্ট্রেলিয়ার নিকটবর্তী ঐ দ্বীপরাষ্ট্রটিতে গেছেন৷ শ্রমিকদের দাবি, ভানুয়াতু ও অস্ট্রেলিয়াতে ভালো চাকরি দেবার নামে তাঁদেরকে নিয়ে যাওয়া হলেও এখন পর্যন্ত তাঁরা সেখানেই আটকে আছেন৷

শ্রমিকদের নিয়ে যাওয়া পাচারকারীদের কয়েকজনকে ইতিমধ্যে মানবপাচারের দায়ে আটক করেছে ভানুয়াতু কর্তৃপক্ষ৷ স্থানীয় এক মানবাধিকার সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানায়, চারজন বাংলাদেশি মানবপাচারকারীকে আটক করা হয়েছে৷ আটককৃতদের আদালতে হাজির করার প্রক্রিয়া চলছেও বলে জানিয়েছে সংস্থাটি৷

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশি এ নাগরিকদের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে ইতোমধ্যে তারা আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মাধ্যমে ভানুয়াতু সরকারের সঙ্গে যোগাযোগ করেছে৷ তবে এখন পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত তথ্য পায়নি বলে দাবি তাদের৷

এদিকে, আটকে থাকা বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়ে দেশটির আদালতের নির্দেশের অপেক্ষায় আছে ভানুয়াতু সরকার৷ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন৷

আটক ১০১ বাংলাদেশির মধ্যে ২জন শিশুও রয়েছেন উল্লেখ করে রয়টার্স বলছে, তারা সেখানে মানবেতর জীবনযাপন করছেন৷

ভানুয়াতু হিউম্যান রাইটস কোয়ালিশনের প্রধান আন্নে পাকোয়া জানান, অভিবাসীদের জন্য সেখানে পর্যাপ্ত খাবার নেই৷ এমনকি নেই ভালো কোনো চিকিৎসা ব্যবস্থাও৷

ভানুয়াতুতে আটকে থাকার অনিশ্চয়তার পাশাপাশি শ্রমিকরা এখন উদ্বিগ্ন তাঁদের ভবিষ্যৎ নিয়ে৷ আটকে থাকাদের একজন হারুন আর রশিদ জানান, পাচারকারীরা তাকে অস্ট্রেলিয়াতে বিক্রয়কর্মীর কাজ দেবেন বলে প্রলোভন দেখায়৷ আর এ জন্য তিনি ভিটেমাটি বিক্রি ও ধার করে ২০ লক্ষ টাকা দিয়েছিলেন৷ ‘এখানে থেকেও আমরা কিছুই করতে পারবো না৷

আবার দেশে ফেরত গেলেও আমাদের কী হবে জানিনা,' বলেন তিনি৷ ‘‘ভানুয়াতুতে এনে আমাদেরকে জোর করে নির্মাণ শ্রমিকের কাজ করানো হয়৷ আমাদের উপর শারীরিক নির্যাতন করা হয়,' উল্লেখ করে তিনি বলেন, ‘কাজ করার পর প্রাপ্য পাওনাটুকুও আমাদের দেয়া হয় না৷’

আটকে থাকা এ শ্রমিকরা ভানুয়াতু সরকারের ও আন্তর্জাতিক অভিবাসী সংস্থার সহযোগিতায় অবস্থান করছেন৷ আটকে পড়াদের অনেকের বৈধ কাজের অনুমতি থাকলেও অনেকেরই তা নেই৷

পাচারকৃতরা বলছেন, তারা টাঙ্গাইল ও বরিশাল অঞ্চলের একটি পাচারচক্রের দ্বারা প্রতারিত হয়েছেন৷ এ চক্রটি চাকরি দেবার নাম করে তাঁদেরকে ভারত, সিঙ্গাপুর ও ফিজি হয়ে ভানুয়াতুতে নিয়ে আসে৷

এদিকে, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের দূতাবাস থেকে জানানো হয়, ভানুয়াতুতে তাঁদের কোনো প্রতিনিধি নেই৷ তবে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অভিবাসী সংস্থার মাধ্যমে তাঁরা আটকে থাকা এ বাংলাদেশিদের বিষয়ে জানতে পেরেছেন বলে জানায় দূতাবাস কর্তৃপক্ষ৷

দূতাবাসের একজন কর্মকর্তা রয়টার্সকে জানান, আটকে থাকাদের নাগরিকত্বের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারলে তাঁদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যাবে৷

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ