বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

সুবিধাপ্রাপ্ত ৮০ দেশের তালিকা প্রকাশ করেছে কাতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কাতারে ভ্রমণের ক্ষেত্রে সুবিধাপ্রাপ্ত ৮০টি দেশের তালিকা প্রকাশা করেছে দেশটি। এর আগে ৮০ দেশের নাগরিকদের ভ্রমণে বিশেষ সুবিধা দেয়ার ঘোষণা দেয় উপসাগরীয় দেশ কাতার।

কাতারের সুবিধাপ্রাপ্ত দেশগুলোর মধ্যে ৩৩টি দেশ ১৮০ দিন বা ছয় মাস কাতারে অবস্থান করতে পারবে। অন্য ৪৭টি দেশের নাগরিকরা ৩০ দিন অবস্থানের সুযোগ পাবে। তবে মাত্র একবারের জন্য এ সময় বাড়ানো যাবে।

যেসব দেশের নাগরিকদের ভিসামুক্ত ভ্রমণের সুযোগ দেয়া হয়েছে তাদের শুধু বৈধ পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকলেই চলবে। ভিসামুক্ত ভ্রমণ সুবিধার আওতায় যেসব দেশের নাগরিকরা কাতারে ছয় মাস অবস্থান করতে পারবে সেগুলো হচ্ছে- অস্ট্রিয়া, বাহামাস, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইতালি, আইসল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, লিসটেন্সটেইন, মাল্টা, নেদারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, সিসিলি, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও তুরস্ক।

৮০ দেশের নাগরিক ভিসা ছাড়াই যেতে পারবেন কাতার

যেসব দেশের নাগরিকরা কাতারে ভিসা ছাড়াই এক মাসের জন্য অবস্থান করতে পারবে সেগুলো হচ্ছে- অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, আজারবাইজান, বেলারুশ, বলিভিয়া, ব্রাজিল, ব্রুনাই, কানাডা, চিলি, চীন, কলম্বিয়া, কোস্টারিকা, কিউবা, ইকুয়েডর, জর্জিয়া, গায়ানা, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, জাপান, কাজাখস্তান, লেবানন, মেসিডোনিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মেক্সিকো, মলদোভা, মোনাকো, নিউজিল্যান্ড, পানামা, প্যারাগুয়ে, পেরু, রাশিয়া, স্যানমেরিনো, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, সুরিনাম, থাইল্যান্ড, ইউক্রেন, ব্রিটেন, আমেরিকা, উরুগুয়ে, ভ্যাটিক্যান সিটি ও ভেনিজুয়েলা।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মুহাম্মাদ রাশেদ আল-মাজরুই জানান, পারস্য উপসাগরের এ দেশটিতে ঢোকার জন্য ৮০টি দেশের নাগরিকদের শুধুমাত্র বৈধ পাসপোর্ট থাকলেই চলবে। তিনি জানান, এ ৮০টি দেশকে তাদের নিরাপত্তা ও অর্থনৈতিক বিবেচনায় অথবা তাদের নাগরিকদের ক্রয়ক্ষমতার দিক বিবেচনা করে মনোনীত করা হয়েছে।

সূত্র : পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ