বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

অভিনন্দন আওয়ার ইসলাম!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ
সম্পাদক, প্রয়াস

ourislam24অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল কিংবদন্তিতূল্য আলেম মাওলানা আবদুল জব্বার রহ.  এর স্মরণসভা। অনুষ্ঠানে একজন দর্শক ও শ্রোতা হিসেবে আমিও উপস্থিত ছিলাম। কাছ থেকে দেখলাম এ উদ্যোগ।

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডে দীর্ঘ ৩৮ কাজ ধরে কাজ করে যাওয়া ব্যক্তিটি ২৭ বছর মহাসচিবের পদ ধরে রেখেছিলেন। সুখে-দুখে আগলে রেখেছেন কওমি শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। সেই মহান মানুষের প্রয়াণে স্মরণসভা বেফাকের উদ্যোগেই হওয়ার কথা ছিল। জানিনা বেফাক এটি করবে কিনা। কিন্তু অনলাইন পোর্টাল আওয়ার ইসলাম প্রথম স্মরণসভার আয়োজন করে আমাদের দায় কিছুটা হলেও শোধ করল।

আমরাতো এই মানুষটির শ্রমের অনেক ফসল ভক্ষণ করেছি। পেয়েছি অভিভাবকের মতো স্নেহ ভালোবাসা। তাকে নিয়ে আওয়ার ইসলাম এমন উদ্যোগ নেবে জেনে বিস্মিত হয়েছি।

প্রতিদিন জিতুন ৩০০ টাকার বই, ক্লিক করুন এখানে

বিস্ময়ের ঘোর লাগা নিয়ে মিরপুর থেকে চলে আসি জাতীয় প্রেসক্লাবে। বিকাল ৩টায়। আসার পর আরো বিস্মিত এবং আমোদিত হলাম জাতীয় পর্যায়ের মনীষীগণের উপস্থিতি দেখে। সকলের বক্তব্যে আওয়ারের কৃতজ্ঞতাও ফুটে ওঠেছে বেশ।

স্মরণসভায় আমন্ত্রিত জাতীয় পর্যায়ের বক্তাদের বক্তব্যে প্রয়াত মহাসচিবকে নিয়ে বড় ধরনের কিছু উদ্যোগ নেয়ার আহবান ও প্লেস সৃষ্টি করতে পেরেছে আওয়ার ইসলাম সে জন্য পোর্টালটিকে তরুণ প্রজন্মের পক্ষ থেকে আন্তরিক অভিন্দন ও ভালোবাসা জানাই।

আরেকটি বিষয় না বললেই নয়, আওয়ার ইসলাম- ইসলাম, মানবতা, দেশ ও ধর্মের সমন্বয় ঘটিয়ে যে সার্বজনিন সাংবাদিকতার চর্চা আমাদের ভেতর গেঁথে দিয়েছে তা অতুলনীয় এবং শিক্ষণীয়। যে গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমরা কোথাও পেতাম না সেগুলো এখন অনায়াসে পাই আওয়ার ইসলামে। আমাদের আকাঙ্ক্ষা ও চাহিদা আমাদের মতো করেই তুলে দিচ্ছে আওয়ার ইসলাম কর্তৃপক্ষ। সুতরাং সেলুট আড়ালের এই মানুষগুলোকে।

এআর

http://ourislam24.com/2016/12/01/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95%E0%A7%82%E0%A6%B2-%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ