সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বৈরুতে ইসরাইলি ড্রোন হামলা, বহু হতাহতের আশঙ্কা ‘পাকিস্তানের পক্ষে ২ কোটি শিখ’, ভারতকে হুঁশিয়ারি খালিস্তানি নেতার জামায়াতের সাথে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হজসেবায় অত্যাধুনিক মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ চালু হচ্ছে সোমবার  নারীবিষয়ক সংস্কার কমিশন তসলিমা নাসরিনের দোসর : আমিরে মজলিস দাওরায়ে হাদিস পাসে চাকরি দিচ্ছে বোনাফাইড টেক্সটাইল ইসলামি দলগুলোর নির্বাহী কমিটি গঠন প্রক্রিয়ায় পরিবর্তন আনা দরকার সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না : খেলাফত আন্দোলন ‘ইসলামি দলগুলোর মধ্যে বোঝাপড়ার যে সূচনা হয়েছে তা ধরে রাখতে হবে’ ‘ইসলামীবিরোধী নারী কমিশন বাতিল করতে হবে’

গরুর মাংসে বাড়ে গোপন শক্তি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

meetসবিশেষ: শরীর ফিট ও সুস্থ থাকতে হলে আপনার দৈনন্দিন খাবারের প্রতি যত্নশীল হতে হবে। আর যদি আপনি বিবাহিত হন, তাহলে আপনার বাড়তি চাহিদা মেটাতে খাবার-দাবারে আরও মনোযোগের প্রয়োজন। কারণ জানেনতো বিবাহিত জীবনে সুখী হতে চাইলে দরকার স্ত্রীর সঙ্গে বোঝাপড়া ও পাশাপাশি স্বাস্থ্যকর যৌন জীবন। তারপরই গড়ে উঠবে সুখী পরিবার।

অনেকে আছেন যারা যৌন স্বাস্থ্যে সমস্যা তুচ্ছ মনে করেন বা সমস্যা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তারা লজ্জায় বিষয়টাকে আড়াল করেন। শুধু তাই নয় অনেকে কুসংস্কারের কারণে লুকিয়ে চিকিৎসা নিতে গিয়েও প্রতারণার শিকার হন। কারণ আমাদের আশপাশে হারবাল, কবিরাজ, ভেষজ নামধারী ভুয়া যৌন ডাক্তারদের অভাব নেই। আর সাধারণ মানুষরাই এ সমস্যায় বেশি পড়েন। এ কারণে প্রায়ই দেখা যায় নারী-পুরুষের গোপন সমস্যার কারণে সংসারে অশান্তি হয়, এটা বিচ্ছেদ পর্যন্ত গড়ায়।

যাক অতো গভীর পর্যন্ত ভাবতে হবে না। ভালভাবে শুনে রাখুন, প্রকৃত কোনও সমস্যা না থাকলে আপনার যৌন শক্তি বৃদ্ধির জন্য কোনও ধরনের ওষুধের প্রয়োজন নেই, তার জন্য দৈনন্দিন পুষ্টিকর খাবার দাবারই যথেষ্ট।

আপনার খাবার মেনুতে নিয়মিত দুধ, ডিম এবং মধু রাখুন আর নিয়মতান্ত্রিক জীবন যাপন করুন। তবে অনেক নারী-পুরুষ আছেন যারা এ সমস্যায় ভোগেন। প্রতিকার পেতে তারা ইন্টারনেট ঘাটেন। আরে ভাই আপনাকে বলছি, ইন্টারনেট ঘেটে সময় নষ্ট না করে এলাকার মাংসের দোকানে যান, আর ঝট করে কিনে ফেলুন গরুর মাংস।

আসুন জেনে নেই, গরুর মাংস কিভাবে আপনার গোপন শক্তি বাড়াতে সাহায্য করে?

* গরুর মাংসে আছে প্রচুর পরিমাণে জিংক। জিংক যৌন উদ্দীপনা কমানোর জন্য দায়ী টেস্টোস্টেরন কে এস্ট্রোজনে রূপান্তরিত করতে বাধা দেয়।

* গরুর মাংসে প্রচুর প্রোটিন আছে যা স্পার্মের পরিমাণ ও গুণ বৃদ্ধি করে।

* কলিজার মতো গরুর মাংসেও প্রচুর জিঙ্ক থাকে। তাই আপনি যৌন জীবনকে আরো আনন্দময় করতে কম ফ্যাটযুক্ত গরুর মাংস খান।

* গরুর কাঁধের মাংসে, রানের মাংসে কম ফ্যাট থাকে এবং জিঙ্ক বেশি থাকে। এইসব জায়গার মাংসে প্রতি ১০০ গ্রামে ১০ মিলিগ্রাম জিঙ্ক থাকে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ