শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
তাপপ্রবাহ নিয়ে নতুন সংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ

ফোনে ইন্টারনেটের গতি বাড়ানোর ৫ উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

বাড়িতে থাকলে ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াই-ফাই রয়েছে। কিন্তু বাইরে গেলে ফোনের ইন্টারনেটই ভরসা। তবে বেশিরভাগ সময়ই ফোনের ইন্টারনেটের গতি কমে যায়। খুব ধীরে ইন্টারনেট কাজ করলে বুঝতে হবে, আপনার মোবাইলে কোনো সমস্যা হচ্ছে।

তবে তার জন্য ফোনটিকে দোকানে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। আপনি বাড়িতেই কয়েকটি সেটিংস পরিবর্তন করে নিলেই ঠিক হয়ে যাবে সমস্যা। জেনে নিন সেই উপায়গুলো-

১. ফোনটি বন্ধ করে পুনরায় চালু করুন। কখনো কখনো, ফোন রিস্টার্ট করলে অনেক ছোটখাটো সমস্যার সমাধান হয়। তাই যদি আপনার ফোনে মোবাইল ডেটার স্পিড ধীর হয়, তবে প্রথমে আপনার ফোনটি রিস্টার্ট করে নিন।

২. ফোনের নেটওয়ার্ক সেটিংস পরীক্ষা করুন। এর জন্য প্রথমে আপনার ফোনের সেটিংস-এ যান। তারপরে নেটওয়ার্ক এবং ইন্টারনেট > মোবাইল নেটওয়ার্কে যান। আপনার নেটওয়ার্ক মোড ৪জি বা ৫জি-তে সেট করা আছে। আপনার নেটওয়ার্ক মোড ২জি বা ৩জি-তে সেট করা থাকলে, এটিকে ৪জি বা ৫জি-তে পরিবর্তন করুন। এতে আপনার ইন্টারনেটের সমস্যা থেকে মুক্তি পাবেন।

৩. ফোন আপডেট করুন। সফটওয়্যার আপডেটগুলো ডাউনলোড এবং ইনস্টল করা গুরুত্বপূর্ণ। যদি বার বার আপডেট আসার পরেও তা এড়িয়ে যান, তাহলে এই অভ্য়াস একেবারে ছেড়ে দিন। আপডেট আসলে সেটিকে সঙ্গে সঙ্গে করে নিন।

৪. ফোনের অপ্রয়োজনীয় ফাইলগুলোকে মুছে ফেলতে হবে। সব সময় নেটওয়ার্কের সমস্যা হয় না। অনেক সময় ফোনের স্টোরেজ ভর্তি থাকলেও এই ধরনের সমস্যা দেখা দেয়।

৫. ফোনের ফ্লাইট মোড অন করে আবার অফ করে দিন। যখনই ফ্লাইট মোড অন করেন, তখন কানেকশনও রিফ্রেশ হয়। ফলে এই উপায় কাজে লাগাতেই পারেন।

বিনু/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ