কওমের ঐক্য-সংহতি ও সঠিক দিকনির্দেশনার ক্ষেত্রে ওরাসাতুল আম্বিয়া হিসাবে উলামায়ে কেরামের দায়িত্ব আঞ্জাম দেওয়ার নিমিত্তে ‘দেশ ও জাতির চলমান পরিস্থিতি : উলামায়ে কেরাম এবং ইসলামী চিন্তাবিদদের করণীয়’ শীর্ষক জাতীয় পরামর্শ সভা আহ্বান করা হয়েছে।
জানা যায়, জাতীয় পরামর্শ সভার আহ্বান করেছেন দেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আল-হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র চেয়ারম্যান, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র সভাপতি, রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া যাত্রাবাড়ি’র প্রিন্সিপাল, গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ সোসাইটি’র খতিব, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ’র আমীর মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।
আগামী শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় যাত্রাবাড়ি বড় মাদরাসায় (জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া) পরামর্শ সভা অনুষ্ঠিত হবে।
এদিকে দেশের এই দ্রুত পরিবর্তনশীল সময়ে উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ থাকা এবং উলামায়ে কেরামের নির্দেশনায় সর্বস্তরের ধর্মপ্রাণ জনগণকে একতাবদ্ধ রাখার বিষয়ে মত-বিনিময়ের জন্য জাতীয় এই পরামর্শ সভায় প্রতিনিধিত্বশীল আলেমদের সদয় উপস্থিতি এবং গুরুত্বপূর্ণ পরামর্শ একান্তভাবে কামনা করেন আল্লামা মাহমুদুল হাসান।
কেএল/