ঈদযাত্রা সামনে রেখে আজ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি)। গণমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিগত বছরের মতো এবারও বিআরটিসি ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে ৫ এপ্রিল থেকে ঈদ স্পেশাল সার্ভিস শুরু করছে। আজ ( ২ এপ্রিল ) থেকে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপো তেকে অগ্রিম টিকেট বিক্রয় শুরু হবে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো থেকে অগ্রিম টিকেট কেনা যাবে।
বিভিন্ন রুটে বাস চলাচলের জন্য নির্দিষ্ট ডিপোর তালিকাও প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়েছে,
মতিঝিল বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, লালমনিরহাট রুট।
কল্যাণপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে আরিচা, পাটুরিয়া, ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল রুট; গাবতলী ডিপোর নিয়ন্ত্রণে রংপুর, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, পাটুরিয়া রুট; জোয়ারসাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণে; রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, বরিশাল, বগুড়া রুট; মিরপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মাওয়া, পাটুরিয়া, সিরাজগঞ্জ, বগুড়া, গোপালগঞ্জ, ভাটিয়াপাড়া, ময়মনসিংহ রুটে; মোহাম্মদপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, পাটুরিয়া, বরিশাল, গোপালগঞ্জ রুট এবং গাজীপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে ময়মনসিংহ, রংপুর, পাবনা, বগুড়া, খুলনা, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম রুট।
এছাড়া যাত্রাবাড়ি বাস ডিপোর নিয়ন্ত্রণে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, ভাঙ্গা, ফরিদপুর, বরিশাল রুট; নারায়ণগঞ্জ বাস ডিপোর নিয়ন্ত্রণে রংপুর, কুষ্টিয়া, জামালপুর, নওগাঁ, গোপালগঞ্জ, মাদারিপুর, রাজশাহী, ভাঙ্গা, নেত্রকোনা রুট; কুমিল্লা বাস ডিপোর নিয়ন্ত্রণে সিলেট, সুনামগঞ্জ রুট এবং নরসিংদী বাস ডিপোর নিয়ন্ত্রণে স্বরুপকাঠি, রংপুর, নওগাঁ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, বগুড়া রুট।
সিলেট বাস ডিপোর নিয়ন্ত্রণে ময়মনসিংহ, রংপুর, লক্ষীপুর রুট; দিনাজপুর বাস ডিপো ঢাকা- দিনাজপুর রুটে; সোনাপুর বাস ডিপো রংপুর, বরিশাল, ময়মনসিংহ রুটে; বগুড়া বাস ডিপো যশোর, রংপুর, বরিশাল রুটে; রংপুর বাস ডিপো পঞ্চগড়, রংপুর, লালমনিরহাট, নারায়ণগঞ্জ, পিরোজপুর রুট; খুলনা বাস ডিপো রংপুর, কিশোরগঞ্জ, ঢাকা রুটে; পাবনা বাস ডিপো গাজীপুর, কুষ্টিয়া, ঢাকা রুটে; ময়মনসিংহ বাস ডিপো গাইবান্ধা (সুন্দরগঞ্জ), ঠাকুরগাঁও, লালমনিরহাট, শেরপুর, ঘাটাইল, সিলেট, ঢাকা রুটে; চট্টগ্রাম বাস ডিপো রংপুর, বরিশাল, ভোলা রুটে; টুঙ্গীপাড়া বাস ডিপো ঢাকা, চিলমারি, পাটগাতি রুটে এবং বরিশাল বাস ডিপো ঢাকা, রংপুর, কুয়াকাটা রুটে যাত্রীদের সেবা প্রদান করবে।
এনএ/