শনিবার, ১২ অক্টোবর ২০২৪ ।। ২৭ আশ্বিন ১৪৩১ ।। ৯ রবিউস সানি ১৪৪৬


প্রবীণ সাংবাদিক অধ্যাপক আবদুল গফুরের ইন্তেকালে ইসলামী আন্দোলনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মহান ভাষা আন্দোলনের অকুতোভয় সৈনিক, খ্যাতিমান সাংবাদিক ও দৈনিক ইনকিলাবের ফিচার সম্পাদক অধ্যাপক আবদুল গফুরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

আজ এক শোকবাণীতে নেতৃদ্বয় বলেন, অধ্যাপক আবদুল গফুর একজন সুসাহিত্যিক ও প্রথিতযশা সাংবাদিক ছিলেন। ভাষা আন্দোলনের মুখপত্র সৈনিক পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন। ব্যক্তিজীবনে অত্যন্ত সৎ ও সজ্জন ছিলেন। ইসলামিক তাহজীব তামাদ্দুন প্রতিষ্ঠার আন্দোলনে তিনি ছিলেন অগ্রসেনানী। তিনি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ ছিলেন। তাঁর ইন্তেকালে দেশবাসী একজন অভিভাবক ও বরেণ্য ব্যক্তিকে হারালো। যার অভাব দীর্ঘদিন অনুভুত হবে।

নেতৃদ্বয় মরহুম আবদুল গফুরের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন জানান। সেইসাথে পরিবার পরিজনকে যেন আল্লাহ পাক সবর করার তৌফিক দান করেন, আমীন।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ