মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ।। ১০ আশ্বিন ১৪৩০ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৫


কিশোরগঞ্জের প্রবীণ আলেম মাওলানা নুর উদ্দীন আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জের নিকলি উপজেলার ছাতিরচর গ্রামের প্রবীণ আলেম মাওলানা নুর উদ্দীন (৭০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।

১০ সেপ্টেম্বর (রবিবার) রাত ১২ টার দিকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত এই আলেমে দীনের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি ১ ছেলে ৪ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য ছাত্র ও গুনগ্রাহী রেখে গেছেন।

১১ সেপ্টেম্বর সোমবার বাদ জোহর মাওলানা নুর উদ্দীন প্রতিষ্ঠিত ছাতিরচর মাদরাসা প্রাঙ্গণে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। মরহুমের ছেলে হাফেজ ইমাম উদ্দীন জানাজা নামাজের ইমামতি করবেন। জানাজা শেষে অত্র মাদরাসার পাশে অবস্থিত স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

মাওলানা নুরউদ্দীন ছাতিরচর মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম ছিলেন। কিশোরগঞ্জ জামিয়া এমদাদিয়া মাদরাসা থেকে ফারেগ এ কুরআনের খাদেমকে ছাতিরচরের প্রথম আলেম হিসেবে জানতেন এলাকাবাসী। তার হাত ধরে ছাতিরচরসহ আশপাশের এলাকায় হাজার হাজার আলেম ও হাফেজে কুরআন তৈরি হয়েছে। তিনি একাধিক মাদরাসার প্রতিষ্ঠাতা ও সহযোগী ছিলেন। এলাকার মসজিদ মাদরাসা ও আলেম উলামাতের সুপরামর্শক ছিলেন। মুয়িন ও সহযোগী ছিলেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ