শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ ।। ২০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :
কাজী নজরুলকে ‘জাতীয় কবি’ ঘোষণার গেজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন ৯ ডিসেম্বর ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন ২৭ দেশের রাষ্ট্রদূত হেফাজতের পল্টন জোনের সভাপতি সালাহ উদ্দিন, সম্পাদক সিরাজী ও সাংগঠনিক সাখী ভারতের হিন্দুদের চেয়ে বাংলাদেশের হিন্দুরা আরামে আছে: মাওলানা জুনায়েদ আল হাবিব হাব নির্বাচন ২২ ফেব্রুয়ারি, প্রতিদ্বন্দ্বিতায় তিন প্যানেল! মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপির বিশাল কর্মী সমাবেশ বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, নেই ভারতে: হেফাজত মহাসচিব ভোলায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার কাল সোহরাওয়ার্দী মুক্তমঞ্চে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন ভারত পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে চায়: ফয়জুল করীম

ছোটদের মুজিযা সিরিজ : গল্পে আঁকা নবীজীর মুজিযা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাসউদুল কাদির
লেখক, সাংবাদিক, সংগঠক

গল্পে আঁকা নবীজীর মু'জিযা প্রকাশ করেছে আয-যিহান পাবলিকেশন্স। তরুণ প্রকাশক জাহিদুল ইসলাম আয-যিহান এর শ্রমসাধনার ছাপ আছে সিরিজটিতে। ড. সিদ্দিক আল মিনশাবির লেখা অনুবাদ করেছেন মুহাম্মদ ইশতিয়াক চৌধুরী। ৫ খণ্ডে প্রকাশিত বইটির দাম রাখা হয়েছে ১০০০ টাকা মাত্র।  শিশুতোষ গল্পগ্রন্থ এটি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সা. এর জীবনের দশটি অলৌকিক ঘটনাকে উপজীব্য করে এগিয়ে গেছে সিরিজটি। ঘরের শিশু যাতে পরের ইস্যুতে পরিণত না হয়- এ জন্যই নবীজীবনের গল্পপাঠ জরুরি। এ ধরনের সিরিজে উৎস-উদ্ধৃতি অতটা প্রয়োজনীয় কিছু মনে হয়নি। এ গল্পের বড় শক্তি 'সত্য'। সত্যগল্পের সিঁড়ি বেয়ে শিশুরা পৌঁছে যাবে অনন্ত সৌন্দর্যময় পথে। বাঁচবে মিথ্যা গল্পের অশুভ ফুলঝুরি থেকে।

শিশুসুলভ সরলতার গপ্পচ্ছলে  শিশুদের বইগুলো নিয়ে যাবে অন্য জগতে। আকর্ষণীয় রঙিন ছাপা, মজবুত বাঁধাই দিয়ে বাজারে দিয়েছে চট্টগ্রামের এ প্রকাশনী। প্রথম বইটির নাম, মেঘ ও গুইসাপের মিষ্টিকথন, দ্বিতীয়টি চড়ুই ও বৃক্ষশাখার প্রতি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লামের মমতা। তৃতীয়টি নবীজীর কাছে হরিণী ও উটের অভিযোগ। চতুর্থটি নবীজীর কাছে নেকড়ে ও সিংহের ভালোবাসা। পঞ্চমটি নবীজীর পরশে হলেন ধন্য।

একটার চেয়ে আরেকটার কারুকাজ দারুণ ও  আকর্ষণীয়। শিশুদের আনন্দ দেবার মতো একটি সিরিজ। দেশের সব পুস্তকবিপণী কেন্দ্রে সিরিজটি পাওয়া যাবে। দেশে অনুবাদের চাহিদা বেশি। তবে সৃজনশীল লেখক মনখোলে গল্পের গাঁথনি আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। আমাদের প্রকাশনী কর্তাগণ সৃজনশীল লেখালেখিকে আরো গুরুত্ব দেবেন-এমন আশা সব লেখকদের। আশার কথা হলো, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ থেকে জাতীয় মানের বই-পুস্তক ছাপা হচ্ছে। জাতীয় মেলাগুলোতে অংশগ্রহণ করছে। সর্বোত কল্যাণকামনা সবসময়।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ