মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ।। ৩১ আষাঢ় ১৪৩২ ।। ২০ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরে মজলিসে শূরার প্রথম অধিবেশন মাদরাসা শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার দেখানো হলো ফজলে করিমকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নির্মিত হবে টেন্ডার ছাড়াই বিদ্যুৎ সংক্রান্ত সব ধরনের চুক্তি পর্যালোচনা করা হবে: অর্থ উপদেষ্টা ১৪৪টি দলের কোনোটিই ‘উত্তীর্ণ’ হতে পারেনি, সময় পাচ্ছে আরও ১৫ দিন খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের কম খরচে হত্যার মার্কিন-ইসরায়েলি কৌশল ‘চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করুন, নয়তো আপনাদের ওপরও অভিশাপ নেমে আসবে’ তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে জনগণই চূড়ান্ত রেফারি—লাল কার্ড দেখাবে তারাই : ডা. জাহিদ

নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে দেশটির এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এই পরিকল্পনার পেছনে ইরান জড়িত বলে দাবি করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার ইসরায়েলের গোয়েন্দা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির অন্য শীর্ষ কর্মকর্তাদের হত্যাচেষ্টায় ইরানি চক্রান্তের সঙ্গে জড়িত সন্দেহে এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ওই ব্যক্তি দুইবার গোপনে ইরানে গিয়েছিলেন এবং মিশন সম্পন্ন করার জন্য অর্থ নিয়েছেন। সন্দেহভাজন ব্যক্তি একজন ব্যবসায়ী। তিনি তুরস্কে বসবাস করতেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে গত মাসে। তার লক্ষ্য ছিল, ইসরায়েলের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান। গত মাসে তাকে গ্রেপ্তার করা হলেও সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে বিবিসি।

চলতি বছর এপ্রিল ও মে মাসে এডি নামের এক ইরানি ব্যবসায়ীর সঙ্গে সাক্ষাৎ করতে দুইবার তুরস্কে যান সন্দেহভাজন ওই ব্যক্তি। ওই সময় তুরস্কের দুই নাগরিক তাকে সাহায্য করেন বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

দুইবারই এডির ইরান ছাড়তে সমস্যা হওয়ায় ওই ইসরায়েলি নাগরিক চোরাই পথে নিজেই তুর্কিয়ে থেকে ইরান যান। সেখানে এডি ছাড়াও ইরানের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। এডি ওই সন্দেহভাজনকে ইসরায়েলের ভেতরে ইরানের জন্য বিভিন্ন নিরাপত্তা মিশন পরিচালনার নির্দেশ দেন বলেও উল্লেখ করা হয় বিবিসির প্রতিবেদনে।

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ