শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ ।। ২২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৬


পাকিস্তানে সেনাবাহিনীর পছন্দে সরকার হচ্ছে : মাওলানা ফজলুর রহমান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফের পাকিস্তানে সেনাবাহিনী নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জমিয়তে ওলেমায়ে ইসলাম পাকিস্তানের (জেইউআইএফ) প্রধান মাওলানা ফজলুর রহমান। তিনি দাবি করেছেন, সেনাবাহিনীর পছন্দের ব্যক্তিদের নিয়ে সরকার গঠিত হচ্ছে। খবর জিও টিভির।

তিনি বলেন, ‘সেনাবাহিনী নিজেদের পছন্দসই ব্যক্তিদের নিয়ে জাতীয় পরিষদ গঠন করতে চায়। নির্বাচনের আগেই আমাদের কাছে খবর ছিল জেইউআইএফকে এবার কম আসন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ভোটগ্রহণের সময় ভোটকেন্দ্রেও নানাভাবে জালিয়াতি হয়েছে।’

মঙ্গলবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে জেইউআইএফ প্রধান এসব কথা বলেন।

এ সময় মাওলানা ফজলুর রহমান আরও বলেন, সেনাবাহিনীর পছন্দে সরকার গঠিত হলে তা টিকবে না, সেই সরকারের পতন হবে। তারা দেশ পরিচালনা করতে পারবে না এবং এই পদ্ধতি ধসে পড়বে। বর্তমানে যারা এই পদ্ধতির সঙ্গে যুক্ত রয়েছেন, আগামী দিনে এ জন্য তাদের চোখের পানি ফেলতে হবে।’

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ