শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

বন্যার্তদের পাশে ‘রাবেতা খিদমতে খালক ফাউন্ডেশন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বন্যার্তদের পাশে ‘রাবেতা খিদমতে খালক ফাউন্ডেশন’

জামি'আ রাহমানিয়া আরাবিয়ায় শিক্ষাসমাপনকারী উলামায়ে কেরামের সমন্বয়ে গঠিত রাবেতায়ে আবনায়ে রাহমানিয়ার একটি সেবা প্রতিষ্ঠান।

২০১৩ সন থেকে জাতির দুর্যোগপূর্ণ মুহূর্তগুলোতে নিরবিচ্ছন্নভাবে নামে বেনামে খেদমত আঞ্জাম দিয়ে আসছে। শাপলার শহীদ পরিবার ও আহতদের মাঝে, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে, প্রত্যন্ত অঞ্চলের  প্রান্তিক মানুষদের সংকটেও সর্বদাই  পাশে দাঁড়িয়েছে।

সেই ধারাবাহিকতায় সম্প্রতি বাংলাদেশের ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লাসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকার ভয়াবহ বন্যা পরিস্থিতিতে 'রাবেতা খিদমতে খালক ফাউন্ডেশন'  জরুরী ভালোবাসা বিতরণ কার্যক্রম চালু করেছে ।

১ম ধাপ :

প্রাথমিকভাবে  কুমিল্লা জেলার মনোহরগঞ্জ, নাঙ্গলকোট , নোয়াখালী জেলার সুবর্ণচর ও ফেনী জেলার শর্শদী, ফুলগাজী এলাকার ৫টি স্পটে গত ২৫ আগষ্ট রবিবার সর্বমোট ১৭০০( এক হাজার সাতশ) পরিবারে  ভালোবাসা প্যাকেজ নামে শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রীসহ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। যার অর্থ মূল্য প্রায় তের লক্ষ টাকা।

দ্বিতীয় ধাপ :

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ, কমলনগর উপজেলা

ফেনী জেলার সদর থানা, ছাগলনাইয়া, ফুলগাজী, শর্শদী ও কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার প্রায় ১ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন,হলুদ, মরিচ, তেল, চিড়া,চিনি, খেজুর, বিস্কুট  ইত্যাদি  খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। যার অর্থ মূল্য প্রায় ১৫০০০০০/" পনের লক্ষ টাকা। রাবেতা খিদমতে খালক ফাউন্ডেশনের কেন্দ্রীয় দায়িত্বশীল ও রাবেতা সদস্যগণ  গত ২৮ আগষ্ট  বুধবার রাত রওয়ানা হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ভালোবাসা বিতরণের ২য় ধাপের এসব কর্মযজ্ঞ সম্পন্ন করেন।

এসময় বন্যা দুর্গত মানুষের হাতে হাতে ভালোবাসা পৌঁছে দিতে উপস্থিত ছিলেন 'রাবেতায়ে আবনায়ে রাহমানিয়া'র কেন্দ্রীয় দায়িত্বশীল মুফতি আবু সাইম, মুফতি মাহমুদুল হাসান খুলনা, মুফতি মাহমুদুল হাসান কুমিল্লা, মুফতি কামরুল হাসান, মুফতি আব্দুল আযীয কাসেমী, মুফতি আনোয়ারুল হক, মুফতি ফখরুল ইসলাম , মুফতি মাহমুদুল হাসান ফরিদপুরী, মুফতি ইরফান জিয়া, মুফতি আসেক এলাহী প্রমুখ।

তৃতীয় পদক্ষেপ :

১ হাজার পরিবারের পূণর্বাসন সহযোগিতা। পরিবার প্রতি সর্বনিম্ন ৫০০০/" পাঁচ হাজার টাকা।

সহযোগিতা পাঠানোর মাধ্যম :

ব্যাংক একাউন্ট মুদারবা হিসাব নং : RABETATU ABNA AR RAHMANIA, 0371120125396

আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, কৃষি মার্কেট শাখা, মোহাম্মদপুর, ঢাকা -1207

বিকাশ ও যোগাযোগ : 01912074495/01913065824

রাবেতায়ে আবনায়ে রাহমানিয়া। প্রধান কার্যালয়, জামি'আতুল আবরার রাহমানিয়া মাদরাসা, স্বপ্নধারা হাউজিং, বছিলা, মোহাম্মদপুর ঢাকা-১২০৭।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ