সিলেট-৫: দেওয়াল ঘড়ির সমর্থনে সমন্বয় সভা ও মিছিল
প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৬, ০৯:০৬ রাত
নিউজ ডেস্ক

ইলিয়াস মশহুদ;

সিলেট-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী দেওয়াল ঘড়ি প্রতীকে মুফতি আবুল হাসানের বিজয় নিশ্চিত করতে কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নে ১১ দলীয় জোটের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে রাজাগঞ্জ ইউনিয়নে ১১ দলীয় জোটের এই সমন্বয় সভা এবং বাদ মাগরিব এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা দেওয়াল ঘড়ি প্রতীক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ। 

তিনি বলেন, রাজাগঞ্জ ইউনিয়নের মাটি ও মানুষ সবসময় হকের পক্ষে। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে ১১ দলীয় জোটের দেওয়াল ঘড়ি প্রতীকের বিজয় কেউ রুখতে পারবে না।

সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কানাইঘাট উপজেলা ও রাজাগঞ্জ ইউনিয়ন নেতৃবৃন্দ, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা ও ইউনিয়ন শাখার দায়িত্বশীলসহ জোট শরিক দলগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমন্বয় সভা শেষে বাদ মাগরিব রাজাগঞ্জ ইউনিয়নের প্রধান প্রধান সড়কে ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে। এ সময় শত শত নেতাকর্মী ও সমর্থক দেওয়াল ঘড়ি প্রতীকের সমর্থনে নানা স্লোগান দেন।

এমএম/