নির্বাচনী জনসভা মঞ্চেই জামাতে নামাজ আদায় করলেন তারেক রহমান
প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৬, ১১:৩৮ দুপুর
নিউজ ডেস্ক

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে নির্বাচনী সমাবেশ চলাকালে মাগরিবের আজান হলে নেতাকর্মীদের নিয়ে মঞ্চেই নামাজ আদায় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচনি জনসভায় সন্ধ্যায় এ দৃশ্য দেখা যায়।

নামাজ শেষে তারেক রহমান বক্তব্য দেওয়ার আগে হবিগঞ্জের চারটি নির্বাচনী আসনের প্রার্থী হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনে ডা. সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৩ আসনে জি কে গউছ ও হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সলকে উপস্থিত সকলের মধ্যে পরিচয় করিয়ে দেন।

সভায় বিএনপি নেতা ইসলাম তরফদার তনুর পরিচালনায় ও কেন্দ্রীয় বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তারের সভাপতিত্বে কেন্দ্রীয়, বিভাগীয় ও হবিগঞ্জ জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এনএইচ/