
|
শেষ পর্যন্ত ২৫৯ আসনে লড়বে ইসলামী আন্দোলন
প্রকাশ:
২১ জানুয়ারী, ২০২৬, ১০:০৬ দুপুর
নিউজ ডেস্ক |
|
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনী জোটে না গিয়ে ২৬৮ আসনে এককভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত ২৫৯ আসনে লড়ার সুযোগ পাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার সারা দেশে মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব লোকমান হোসাইন জাফরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের চূড়ান্ত প্রার্থী সংখ্যা জানান। তিনি বলেন, "সর্বশেষ ২৫৯ আসনে নির্বাচন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচন কমিশনের বাছাইপর্ব শেষে এবং পারস্পরিক সন্মানে কিছু আসনে প্রার্থী প্রত্যাহার শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৯ আসনে হাতপাখা প্রতীকে নির্বাচন করবে।" নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী নেতৃত্বে যে নির্বাচনী জোট গড়ে উঠেছিল, তাতে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলনও ছিল। কিন্তু এনসিপি ওই জোটে যোগ দেওয়ার পর আসন ভাগাভাগি নিয়ে জটিলতা দেখা দেয়। সমঝোতা না হাওয়ায় গত ১৬ জানুয়ারি সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন জানায়, তারা জামায়াতের জোটে যাচ্ছে না এবং ২৬৮ আসনে এককভাবে নির্বাচন করবে। জোট থেকে বেরিয়ে যাওয়ার কারণ হিসেবে ‘ইনসাফের দিক থেকে বঞ্চিত হওয়া’ এবং ‘ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হওয়া’র কথা বলেছেন ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান।
এনএইচ/ |