
|
কুমিল্লা-৭ আসনে দেয়াল ঘড়ির প্রার্থী বিজয়ী করতে আলোচনা সভা
প্রকাশ:
১৯ জানুয়ারী, ২০২৬, ০৯:২৫ সকাল
নিউজ ডেস্ক |
|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় ঐক্য সমর্থিত দেওয়াল ঘড়ি মার্কার সংসদ প্রার্থী মাওলানা সোলাইমান খাঁনকে বিজয়ী করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার (১৮ জানুয়ারি) বিকালে চান্দিনার একটি রেস্টুরেন্টে ওই আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন - বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলা সহকারী সেক্রেটারি মো.লোকমান হাকিম ভুঁইয়া। সভায় কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিস সহ-সভাপতি মাওলানা মতিউর রহমান ফরাজির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা পৌর জামায়াতে ইসলামীর আমির মো.আবুল হাসেম। এসময় উপস্থিত ছিলেন -উপজেলা জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক আবদুল আহাদ, শুরাএ কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো.আবুল খায়ের সরকার,কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিস বাইতুল মাল সম্পাদক মাওলানা ছফিউল্লাহ ফরাজি, শুরাএ ককর্মপরিষদ সদস্য মুহাম্মদ খায়রুল বাশার,মো.কাউসার আলম, খেলাফত মজলিস চান্দিনা উপজেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা ইমদাদ উল্লাহ শামসী, সাধারণ সম্পাদক ডা.কাউসার আহমেদ, সহ-সাধারন সম্পাদক মো.নেয়ামত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ, চান্দিনা পৌর খেলাফত মজলিস সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মো.ইয়াহিয়া রায়হান প্রমুখ। |