কুমিল্লার ১১টি আসনে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৬, ০৫:৪৫ বিকাল
নিউজ ডেস্ক

এক বক্স নীতি’ বাস্তবায়নে ব্যর্থতার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক উচ্চাভিলাস ও একচ্ছত্র আধিপত্যের মনোভাবকে দায়ী করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে সংগঠনটি কুমিল্লার ১১টি সংসদীয় আসনে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির নেতারা। সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলার সব সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ২০২৪ পরবর্তী বাংলাদেশে জনগণ পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তে একটি নতুন রাজনৈতিক কাঠামো চায়। সেই লক্ষ্য সামনে রেখে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে ইসলামপন্থী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে ‘১ বক্স নীতি’ গ্রহণ করা হয়েছিল। তবে বাস্তবতায় সেই উদ্যোগ আজ ভেস্তে যাওয়ার পথে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দাবি করে, বর্তমান রাজনৈতিক সংকটে ইসলামী শক্তির ঐক্যই ছিল জাতির একমাত্র আশার জায়গা। সেই উপলব্ধি থেকেই দলটির আমির আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার উদ্যোগ নেন, যাতে বিভক্ত ইসলামী ভোট একত্রিত হয় এবং ইসলামী রাজনীতির মর্যাদা অক্ষুণ্ণ থাকে।

তবে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ‘১ বক্স নীতি’-তে সবশেষে যুক্ত হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন সমঝোতার প্রশ্নে ভিন্ন আচরণ শুরু করে। সমঝোতার নামে একতরফা শর্ত চাপানো, আসন বণ্টনে নিজেদের দলীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া এবং অন্যান্য ইসলামপন্থী দলকে সমমর্যাদার শরিক না ভেবে অধস্তন হিসেবে দেখার মানসিকতাই ঐক্যকে বাধাগ্রস্ত করেছে বলে দাবি করা হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বৈঠকের সময় নিয়ে টালবাহানা, সিদ্ধান্ত গ্রহণের টেবিলে উপেক্ষা, সীমিতসংখ্যক ও বিতর্কিত আসন প্রস্তাব, গণমাধ্যমে পরিকল্পিত অপপ্রচার, এনসিপিসহ কয়েকটি দলের সঙ্গে গোপন সমঝোতা, বিএনপির সঙ্গে ‘জাতীয় সরকার’ গঠনের ঘোষণা এবং ভারতের সঙ্গে গোপন বৈঠকের খবর এসব ঘটনায় দলটি বিব্রতকর অবস্থায় পড়ে।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত প্রোপাগান্ডা চালানো হয়েছে বলেও অভিযোগ করা হয়। এর মধ্যে দলটি ১৫০ বা ২০০ আসন দাবি করছে—এমন বক্তব্য ছড়ানো, ‘কৃত্রিম জরিপ’ প্রকাশ করে দলটির অবস্থানকে নগণ্য দেখানো, ‘জিততে পারে না’ এমন ন্যারেটিভ ছড়িয়ে কর্মী-সমর্থকদের মনোবল ভাঙার চেষ্টা এবং এনসিপিকে অতিরঞ্জিতভাবে শক্তিশালী হিসেবে উপস্থাপন করার অভিযোগ উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলা হয়। যদি সবাই একসঙ্গে জয়ের লক্ষ্য নিয়ে এগোয়, তবে কেন শরিকদের দুর্বল প্রমাণের চেষ্টা করা হচ্ছে? যদি সমঝোতা আন্তরিক হয়, তবে কেন ভিন্ন ভিন্ন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে? ইসলামী আন্দোলন যদি জিততেই না পারে, তবে তাদের নিয়ে এত আশঙ্কা কেন?

ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে বলে, তারা ঐক্যের পক্ষে, নিয়মতান্ত্রিক ও সম্মানজনক সমঝোতার পক্ষে এবং ইসলামী রাজনীতিকে একক মালিকানায় পরিণত করার বিপক্ষে। দলটি আরও জানায়, তারা কোনো করুণা বা দয়ার রাজনীতি করে না; ইসলাম, দেশ ও মানবতার কল্যাণেই তাদের রাজনীতি অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনের শেষাংশে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

আরএইচ/